Ajker Patrika

কর্ণফুলীতে সালিস করতে গিয়ে মার খেলেন আ.লীগ নেতা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১২: ১১
কর্ণফুলীতে সালিস করতে গিয়ে মার খেলেন আ.লীগ নেতা

চট্টগ্রামের কর্ণফুলীতে সামাজিক সালিস করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন মোহাম্মদ আবদুল মান্নান নামে এক আওয়ামী লীগ নেতা। আবদুল মান্নান কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার জুলধা ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মান্নানকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।   

স্থানীয়রা জানান, শিকলবাহা ইউনিয়নে নারীসংক্রান্ত বিষয় নিয়ে জুলধা এলাকার কয়েকজন যুবকের সঙ্গে তর্কবিতর্ক হয়। পরে এ ঘটনায় দুই পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জুলধা এলাকায় বৈঠকে বসে সমাধানের চেষ্টা করেন আবদুল মান্নান। বিকেলে সালিস বৈঠকে উভয় পক্ষের তর্কাতর্কিতে একপর্যায়ে স্থানীয় লোকজন হামলা করেন আব্দুল মান্নানের ওপর। এ সময় তিনি মাথায় ও শরীরে প্রচণ্ড আঘাত পান। 

বিষয়টি নিশ্চিত করে জুলধা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক চৌধুরী বলেন, ‘মান্নানের ওপর হামলার ঘটনা ঘটেছে শুনেছি। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানতে পারিনি।’ 

কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির উপসহকারী পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই দুই পক্ষের লোকজন পালিয়ে যায়। কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এ ব্যাপারে আওয়ামী লীগের নেতা মান্নানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত