কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে সামাজিক সালিস করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন মোহাম্মদ আবদুল মান্নান নামে এক আওয়ামী লীগ নেতা। আবদুল মান্নান কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার জুলধা ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মান্নানকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, শিকলবাহা ইউনিয়নে নারীসংক্রান্ত বিষয় নিয়ে জুলধা এলাকার কয়েকজন যুবকের সঙ্গে তর্কবিতর্ক হয়। পরে এ ঘটনায় দুই পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জুলধা এলাকায় বৈঠকে বসে সমাধানের চেষ্টা করেন আবদুল মান্নান। বিকেলে সালিস বৈঠকে উভয় পক্ষের তর্কাতর্কিতে একপর্যায়ে স্থানীয় লোকজন হামলা করেন আব্দুল মান্নানের ওপর। এ সময় তিনি মাথায় ও শরীরে প্রচণ্ড আঘাত পান।
বিষয়টি নিশ্চিত করে জুলধা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক চৌধুরী বলেন, ‘মান্নানের ওপর হামলার ঘটনা ঘটেছে শুনেছি। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানতে পারিনি।’
কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির উপসহকারী পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই দুই পক্ষের লোকজন পালিয়ে যায়। কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এ ব্যাপারে আওয়ামী লীগের নেতা মান্নানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
চট্টগ্রামের কর্ণফুলীতে সামাজিক সালিস করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন মোহাম্মদ আবদুল মান্নান নামে এক আওয়ামী লীগ নেতা। আবদুল মান্নান কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার জুলধা ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মান্নানকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, শিকলবাহা ইউনিয়নে নারীসংক্রান্ত বিষয় নিয়ে জুলধা এলাকার কয়েকজন যুবকের সঙ্গে তর্কবিতর্ক হয়। পরে এ ঘটনায় দুই পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জুলধা এলাকায় বৈঠকে বসে সমাধানের চেষ্টা করেন আবদুল মান্নান। বিকেলে সালিস বৈঠকে উভয় পক্ষের তর্কাতর্কিতে একপর্যায়ে স্থানীয় লোকজন হামলা করেন আব্দুল মান্নানের ওপর। এ সময় তিনি মাথায় ও শরীরে প্রচণ্ড আঘাত পান।
বিষয়টি নিশ্চিত করে জুলধা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক চৌধুরী বলেন, ‘মান্নানের ওপর হামলার ঘটনা ঘটেছে শুনেছি। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানতে পারিনি।’
কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির উপসহকারী পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই দুই পক্ষের লোকজন পালিয়ে যায়। কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এ ব্যাপারে আওয়ামী লীগের নেতা মান্নানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
বৈরী আবহাওয়ার কারণে কয়েক দিন ধরে উত্তাল সাগর। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে কূলে। এতে তীব্র ভাঙন দেখা দিয়েছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে। এরই মধ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর থেকে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ জিরো পয়েন্ট পর্যন্ত অন্তত ১০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগেঝিনাইদহের কোটচাঁদপুরে গত ৬ মাসে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ২৪৪ জন নারী-পুরুষ। এর মধ্যে বিষ পান করে ১৮৩, গলায় দড়ি দিয়ে ২৬ আর ঘুমের ট্যাবলেট খেয়ে ৩৫ জন আত্মহত্যার চেষ্টা করেন।
২ ঘণ্টা আগেগুরুত্বপূর্ণ ও ব্যস্ত হলেও বেহাল রাজধানীর দোলাইরপাড় থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত সড়ক। এমনিতে অপ্রশস্ত সড়কটির বেশির ভাগ অংশই এখন ভাঙাচোরা, খানাখন্দে ভরা। সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে হেলেদুলে চলাচল করছে যানবাহন।
৩ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার আগে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমানটি মাত্র সাত মিনিট উড়েছিল। ২১ জুলাই বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর যুদ্ধবিমানটি ১টা ১৩ মিনিটে উত্তরার দিয়াবাড়িতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের একটি একাডেমিক ভবনে আছড়ে পড়ে।
৩ ঘণ্টা আগে