Ajker Patrika

চট্টগ্রামে স্ত্রী-সন্তান হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ২১: ২৯
চট্টগ্রামে স্ত্রী-সন্তান হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রাম নগরের পাচঁলাইশে ২৭ বছর আগে স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে আবুল কালাম আজাদ (৬০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ কক্সবাজার জেলার মহেশখালীর রাজঘাটা এলাকার ইয়াকুব আলীর ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী মো. মূসা আজকের পত্রিকাকে বলেন, আসামি আবুল কালাম আজাদকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার নথিতে উল্লেখ আছে, ১৯৯৫ সালের ৩০ মে নগরের পাঁচলাইশ থানার মরাদপুরের বাসায় স্ত্রী কামরুন নাহার সুমনা ও মেয়ে কোহিনুরকে হত্যা করে পালিয়ে যান আবুল কালাম আজাদ।

এ ঘটনায় সুমনার বাবা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন। ১৯৯৬ সালের ১৭ জুন এ মামলার একমাত্র আসামি আবুল কালাম আজাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত