Ajker Patrika

মধ্যরাতে চবির দুই হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার

চবি প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২৩, ১১: ৩৬
Thumbnail image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর মধ্যরাতে দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় আবাসিক হল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে দেড়টা পর্যন্ত পুলিশের সহযোগিতায় প্রক্টরিয়াল বডির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

আবাসিক হল দুটি হলো—শাহজালাল ও শাহ আমানত। অন্যদিকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, স্টাম্প, রড, হকিস্টিক ও এক বস্তা ইট-পাটকেল। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রদের দুই গ্রুপের ঝামেলার পর আমরা রাতে দুটি হলে তল্লাশি চালিয়েছি। কিছু হকিস্টিক, ক্রিকেট স্ট্যাম্প ইত্যাদি উদ্ধার করা হয়েছে। আমরা কাউকে আটক করতে পারিনি।’

তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছেপ্রক্টর আরও বলেন, ‘দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দুটি তদন্ত কমিটি করা হচ্ছে। আমরা তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

এর আগে বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলসংলগ্ন একটি হোটেলে টেবিলে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের সিক্সটি নাইন ও সিএফসি গ্রুপ, যা থেমে থেমে পরদিন বিকেল চারটা পর্যন্ত চলে। এ ঘটনায় প্রক্টর, সহকারী প্রক্টর, পুলিশ কর্মকর্তাসহ উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত