Ajker Patrika

চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া বিভিন্ন মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ যুবলীগ ও শ্রমিক লীগের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

আজ শনিবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কর্ণফুলী থানা যুবলীগের সাধারণ সম্পাদক আসামি আলমগীর বাদশা (৪২), ৩৫ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন (২৩), শামসুদ্দীন (৩৯), মো. সাহেদ (২৬), মাহবুব আলম (৫২), রমজান (১৯), জাহিদুল ইসলাম সাকিব (২২), হৃদয় হাসান (১৯), আব্বাস উদ্দিন (৩০), জাকির হোসেন (২৫), তালহা জুবাইর (২৪), মেহেদী হাসান তুষার (২৬), মামুন (৩৫), মনির (৩৭) ও ইমরান হোসেন (৪০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাকলিয়া, চান্দগাঁও, বায়েজিদ, কর্ণফুলী, ইপিজেড, বন্দরসহ বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে ব্যস্ততম জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পরপরই পুলিশ নগরের জিইসি, খুলশীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত