Ajker Patrika

মারধরের শিকার আওয়ামী লীগ নেতাকে দেখতে চমেক হাসপাতালে রানা দাশ গুপ্ত 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মারধরের শিকার আওয়ামী লীগ নেতাকে দেখতে চমেক হাসপাতালে রানা দাশ গুপ্ত 

মারধরের শিকার আওয়ামী লীগ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতাকে হাসপাতালে দেখতে যান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশ গুপ্ত। শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আহত জিতেন কান্তি গুহকে দেখতে যান তিনি।

এ সময় চট্টগ্রামের পটিয়া উপজেলার ওই নেতার ওপর বর্বরোচিত হামলা ও অমানবিক এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

হামলার সঙ্গে জড়িত হাইদাঁও ইউনিয়ন চেয়ারম্যান বি এম জসিম ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করে বলেন, এ ঘটনায় অন্য অভিযুক্তদেরকেও অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানানো হয়েছে। 

রানা দাশ গুপ্ত এ সময় জিতেন কান্তি গুহের চিকিৎসার খোঁজ খবর নেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর পরিবার পরিজনদের সঙ্গে কথা বলে তাঁদের সান্ত্বনা দেন।  

এ সময় উপস্থিত ছিলেন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি লায়ন তাপস হোড়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, শুভ্রদেব কর, বিশ্বজিৎ পালিত, লায়ন শেখর দত্ত, সাগর মিত্র, অশোক চক্রবর্তী, নিউটন সরকারসহ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত