Ajker Patrika

এমপি নদভীর পিএস রাসেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
রাসেল উদ্দিন। ফাইল ছবি
রাসেল উদ্দিন। ফাইল ছবি

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাতকানিয়া আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা নেজামউদ্দিন নদভীর পিএস রাসেল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সহসভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল উদ্দীনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি হিসেবে রাসেল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, এমপি নদভীও বর্তমানে গ্রেপ্তার হয়ে কয়েক মাস ধরে কারাগারে রয়েছেন এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের অনেকেই মামলার আসামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত