কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বাসিন্দারা। দেশের একমাত্র হাইড্রোলিক পাওয়ার স্টেশন রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত। ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে চারটি ইউনিটে বর্ষা মৌসুমে গড়ে ১৭২ থেকে ১৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যেকোনো মুহূর্তে পাঁচটি ইউনিট চালু হলে বিদ্যুৎ উৎপাদন ২৩০ মেগাওয়াটের কাছাকাছি যাবে বলে বিদ্যুৎ উৎপাদন কর্তৃপক্ষ জানিয়েছে। অথচ যে উপজেলায় বিদ্যুৎ উৎপাদন হয়, সেখানে আট-নয়বার করে বিদুৎ চলে যায়। ভ্যাপসা গরমে বাসিন্দারা ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকছেন। ঘন ঘন লোডশেডিংয়ে কাপ্তাইয়ে সরকারি, বেসরকারি, শিল্প-কলকারখানা, ব্যাংকের কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্কুল, কলেজ, মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কাপ্তাইয়ের অনেক বাসিন্দা সরব হয়েছেন। কেউ বলেছেন, ঝড় নেই বৃষ্টি নেই, তবুও বিদ্যুৎ নেই; আবার কেউ বলেছেন, বাতির নিচে অন্ধকার।
কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন জানান, গত বছরের চেয়ে এবার লোডশেডিং বেশি হচ্ছে। ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের আপস্ট্রিম জেটিঘাটে সাপ্তাহিক শনিবার পাহাড়ি-বাঙালি হাটবার বসে। ওই দিন কোটি টাকার কেনাবেচা হয়ে থাকে। কিন্তু বিদ্যুৎ সময়মতো না থাকায় ব্যবসায়ীরা বড়ধরনের একটা লোকসানে পড়েন।
বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস জানান, গত শুক্রবার তাঁদের প্রতিষ্ঠানে একটি বৃত্তিমূলক সেমিনার ছিল। দেশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে সেমিনারে প্রায় ২০০ জন প্রতিষ্ঠানপ্রধানেরা অংশ নেনে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. রুহুল আমিন। সেমিনার শুরু হওয়ার সময় দুবার বিদ্যুৎ চলে যায়। গরমে সবাই বিরক্ত হয়ে যান। সেমিনারের কার্যক্রমেও ব্যাঘাত ঘটে। এ ছাড়া বারবার বিদ্যুৎ যাওয়া-আসা করার ফলে তাঁর প্রতিষ্ঠানে ইলেকট্রনিকসের বিভিন্ন কাজে সমস্যা হচ্ছে বলে জানান তিনি।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, বিদ্যুৎ সমস্যা নিয়ে একাধিকবার উপজেলা আইনশৃঙ্খলা সভায় আলোচনা হয়েছে। বিদ্যুৎ সমস্যা নিয়ে বলা হলে বিদ্যুৎ বিভাগ তাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানায়।
এ ব্যাপারে কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী শামসুল আরেফিন জানান, কাপ্তাই ৩৩ কেভি বিদ্যুৎ সংযোগ (লাইন)। পাহাড়ি পথে বিদ্যুৎ লাইন গেছে ২০ কিলোমিটার। বিদ্যুৎ তারের প্রায় ৩০ থেকে ৫০ ফুট ওপরে পাহাড়ি পথে গাছ। প্রাকৃতিক দুর্যোগের ফলে গাছ ও ডালপালা ভেঙে তারের ওপর পড়ে এবং সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায়। এটা কোনো লোডশেডিং নয়। প্রাকৃতিক দুর্যোগ সমস্যা। বিদ্যুৎ তারের ওপর গাছ ও ডালপালা ভেঙে পড়ায় তা খুঁজে বের করা এবং আবার সংযোগ দিতে সময় লেগে যায়। তিনি আরও জানান, রাজস্থলী, বিলাইছড়ি ও কাপ্তাই উপজেলা তাঁদের দেখতে হচ্ছে। এর মধ্যে জনবল সংকটও রয়েছে। কাপ্তাই উপজেলার শিলছড়ি ও রাজস্থলী উপজেলায় আরও দুটি সাবস্টেশন স্থাপন করা হবে। বিদ্যুৎ বিভাগ বছরের শেষে আরও একটি বড় প্রকল্প হাতে নিয়েছে। বিদ্যুৎ ট্রান্সমিটার স্থাপন করা হলে বিদ্যুতের সমস্যায় আর লোকজনকে পড়তে হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বাসিন্দারা। দেশের একমাত্র হাইড্রোলিক পাওয়ার স্টেশন রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত। ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে চারটি ইউনিটে বর্ষা মৌসুমে গড়ে ১৭২ থেকে ১৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যেকোনো মুহূর্তে পাঁচটি ইউনিট চালু হলে বিদ্যুৎ উৎপাদন ২৩০ মেগাওয়াটের কাছাকাছি যাবে বলে বিদ্যুৎ উৎপাদন কর্তৃপক্ষ জানিয়েছে। অথচ যে উপজেলায় বিদ্যুৎ উৎপাদন হয়, সেখানে আট-নয়বার করে বিদুৎ চলে যায়। ভ্যাপসা গরমে বাসিন্দারা ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকছেন। ঘন ঘন লোডশেডিংয়ে কাপ্তাইয়ে সরকারি, বেসরকারি, শিল্প-কলকারখানা, ব্যাংকের কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্কুল, কলেজ, মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কাপ্তাইয়ের অনেক বাসিন্দা সরব হয়েছেন। কেউ বলেছেন, ঝড় নেই বৃষ্টি নেই, তবুও বিদ্যুৎ নেই; আবার কেউ বলেছেন, বাতির নিচে অন্ধকার।
কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন জানান, গত বছরের চেয়ে এবার লোডশেডিং বেশি হচ্ছে। ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের আপস্ট্রিম জেটিঘাটে সাপ্তাহিক শনিবার পাহাড়ি-বাঙালি হাটবার বসে। ওই দিন কোটি টাকার কেনাবেচা হয়ে থাকে। কিন্তু বিদ্যুৎ সময়মতো না থাকায় ব্যবসায়ীরা বড়ধরনের একটা লোকসানে পড়েন।
বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস জানান, গত শুক্রবার তাঁদের প্রতিষ্ঠানে একটি বৃত্তিমূলক সেমিনার ছিল। দেশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে সেমিনারে প্রায় ২০০ জন প্রতিষ্ঠানপ্রধানেরা অংশ নেনে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. রুহুল আমিন। সেমিনার শুরু হওয়ার সময় দুবার বিদ্যুৎ চলে যায়। গরমে সবাই বিরক্ত হয়ে যান। সেমিনারের কার্যক্রমেও ব্যাঘাত ঘটে। এ ছাড়া বারবার বিদ্যুৎ যাওয়া-আসা করার ফলে তাঁর প্রতিষ্ঠানে ইলেকট্রনিকসের বিভিন্ন কাজে সমস্যা হচ্ছে বলে জানান তিনি।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, বিদ্যুৎ সমস্যা নিয়ে একাধিকবার উপজেলা আইনশৃঙ্খলা সভায় আলোচনা হয়েছে। বিদ্যুৎ সমস্যা নিয়ে বলা হলে বিদ্যুৎ বিভাগ তাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানায়।
এ ব্যাপারে কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী শামসুল আরেফিন জানান, কাপ্তাই ৩৩ কেভি বিদ্যুৎ সংযোগ (লাইন)। পাহাড়ি পথে বিদ্যুৎ লাইন গেছে ২০ কিলোমিটার। বিদ্যুৎ তারের প্রায় ৩০ থেকে ৫০ ফুট ওপরে পাহাড়ি পথে গাছ। প্রাকৃতিক দুর্যোগের ফলে গাছ ও ডালপালা ভেঙে তারের ওপর পড়ে এবং সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায়। এটা কোনো লোডশেডিং নয়। প্রাকৃতিক দুর্যোগ সমস্যা। বিদ্যুৎ তারের ওপর গাছ ও ডালপালা ভেঙে পড়ায় তা খুঁজে বের করা এবং আবার সংযোগ দিতে সময় লেগে যায়। তিনি আরও জানান, রাজস্থলী, বিলাইছড়ি ও কাপ্তাই উপজেলা তাঁদের দেখতে হচ্ছে। এর মধ্যে জনবল সংকটও রয়েছে। কাপ্তাই উপজেলার শিলছড়ি ও রাজস্থলী উপজেলায় আরও দুটি সাবস্টেশন স্থাপন করা হবে। বিদ্যুৎ বিভাগ বছরের শেষে আরও একটি বড় প্রকল্প হাতে নিয়েছে। বিদ্যুৎ ট্রান্সমিটার স্থাপন করা হলে বিদ্যুতের সমস্যায় আর লোকজনকে পড়তে হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নদীবেষ্টিত চাঁদপুর শহরে সাঁতার শেখার জন্য একমাত্র সুইমিংপুলটি সংস্কারের কথা বলে সাত বছর ধরে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে সাঁতার প্রশিক্ষণ থেকে বঞ্চিত শত শত শিশু-কিশোর। ফলে সাঁতার না জানাসহ নানা কারণে চলতি বছরের ৮ মাসে জেলায় পানিতে ডুবে ১৪৫ শিশু প্রাণ হারায়।
১ ঘণ্টা আগেখসে পড়ছে ছাদের পলেস্তারা, বৃষ্টি হলেই ক্লিনিকের চিকিৎসকের কক্ষ ও ল্যাবসহ বিভিন্ন ঘরে ঢোকে পানি। ক্লিনিকের প্রায় সব ঘরের মধ্যে দেখা দিয়েছে ফাটল। বালু-সিমেন্টের আস্তরণ খুলে ঘরগুলোর ছাদ ও দেয়ালের রড বের হয়ে রয়েছে। এমনকি ছাদে ঝোলানো ফ্যানও খসে পড়েছে। এমন অবস্থার মধ্যেই চলছে চাঁপাইনবাবগঞ্জ...
১ ঘণ্টা আগে‘দুই সপ্তাহ ধইরা পোলাডা ইলিশ মাছ খাওনের লাইগা বায়না ধরছে। কিন্তু ইলিশ কিনার সাহস করতে পারি নাই। আজকা সাহস কইরা আইসিলাম ছোট একটা মাছ কিনতে। কিন্তু তাও পারলাম না। ছোট ছোট ইলিশ মাছের দাম চায় ১ হাজার ২০০ টেয়া। কেমনে কিনমু। এক কেজি ইলিশ কিনলে আমার দুই সপ্তাহের বাজার খরচ শেষ...
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের পাঁচটি হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। মামলার বাদীকে খুঁজে না পাওয়া, একাধিক থানায় একই ঘটনার মামলা দায়ের এবং ঘটনাস্থল থানার বাইরে হওয়ায় এই প্রতিবেদন দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
২ ঘণ্টা আগে