Ajker Patrika

বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৩: ০১
বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে সিটের নিচে পাওয়া গেল ৪ কেজি ৪২০ গ্রাম স্বর্ণ, যার বাজারমূল্য ৩ কোটি ৫৪ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল বুধবার রাত পৌনে ৮টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা ওই ফ্লাইটে এসব স্বর্ণ পাওয়া যায়। 

এ বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মতিন তালুকদার আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে স্বর্ণ চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে এই অভিযান চালানো হয়। শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনসের জি৯৫২০ বিমানের বিভিন্ন সিট তল্লাশি করে ৯ এফ সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো দুটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো কাস্টমস ব্যাগেজ কাউন্টারে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে তাতে স্বর্ণের আটটি বার পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

আব্দুল মতিন তালুকদার আরও বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বর্ণের বারগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত