লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ঘন কুয়াশা ও নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এতে দুই পাড়ে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও পরিবহন চালকেরা চরম ভোগান্তিতে পড়েন। ৬ ঘণ্টা অপেক্ষার পর আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
লক্ষ্মীপুরে মজুচৌধুরীহাট ও ভোলার ইলিশা ফেরি ঘাটের কর্মকর্তা মো. আতিকুজ্জামান ও মো. কাউছার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। তাঁরা জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
ঘাটে অপেক্ষমাণ ভোলাগামী যাত্রী মো. সফিকুল ইসলাম ও মাসুদ আলম জানান, রাত ২টা থেকে ঘাটে অপেক্ষা করছিলেন। ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় তীব্র শীতে তাদের চরম কষ্ট পোহাতে হয়েছে।
এদিকে তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন বিকেল থেকেই তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। শীতের তীব্রতায় শ্রমজীবী মানুষ কাজ করতে পারছেন না। গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন তাঁরা। শিশু ও বৃদ্ধদের মধ্যে শীতজনিত অসুস্থতা দেখা দিয়েছে। নদীতীরবর্তী এলাকার নিম্ন আয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
রামগতি আবহাওয়া সতর্কীকরণ কার্যালয়ের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, শুক্রবার সকাল ৬টায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবহাওয়া রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন এমন আবহাওয়া থাকবে। পাশাপাশি সপ্তাহজুড়ে কুয়াশা পড়বে।
লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ঘন কুয়াশা ও নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এতে দুই পাড়ে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও পরিবহন চালকেরা চরম ভোগান্তিতে পড়েন। ৬ ঘণ্টা অপেক্ষার পর আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
লক্ষ্মীপুরে মজুচৌধুরীহাট ও ভোলার ইলিশা ফেরি ঘাটের কর্মকর্তা মো. আতিকুজ্জামান ও মো. কাউছার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। তাঁরা জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
ঘাটে অপেক্ষমাণ ভোলাগামী যাত্রী মো. সফিকুল ইসলাম ও মাসুদ আলম জানান, রাত ২টা থেকে ঘাটে অপেক্ষা করছিলেন। ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় তীব্র শীতে তাদের চরম কষ্ট পোহাতে হয়েছে।
এদিকে তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন বিকেল থেকেই তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। শীতের তীব্রতায় শ্রমজীবী মানুষ কাজ করতে পারছেন না। গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন তাঁরা। শিশু ও বৃদ্ধদের মধ্যে শীতজনিত অসুস্থতা দেখা দিয়েছে। নদীতীরবর্তী এলাকার নিম্ন আয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
রামগতি আবহাওয়া সতর্কীকরণ কার্যালয়ের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, শুক্রবার সকাল ৬টায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবহাওয়া রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন এমন আবহাওয়া থাকবে। পাশাপাশি সপ্তাহজুড়ে কুয়াশা পড়বে।
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
১৫ মিনিট আগেএক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
২৮ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
৩১ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
৩৬ মিনিট আগে