Ajker Patrika

টেকনাফে ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জন

কক্সবাজার প্রতিনিধি
টেকনাফে ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জন

মিয়ানমার থেকে আসা ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বরইতলী এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে দুজন মিয়ানমারের নাগরিক। 

গ্রেপ্তারেরা হলেন— মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিদংয়ের আশিক্কা পাড়ার সব্বির আহম্মদের ছেলে হারুন আমিন (১৯) ও ফেরাংপ্রু এলাকার আলী আকবরের ছেলে আসমত উল্লাহ (১৮) এবং টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বরইতলী এলাকার নুর আলমের ছেলে সালামত উল্লাহ (২৪)।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার হারুন আমিন ও আসমত উল্লাহ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাঁরা নাফ নদী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে টেকনাফের বিভিন্ন মাদক কারবারিদের সরবরাহ করতেন।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন। 

মিয়ানমার থেকে আসা ১ লাখ ৬০ হাজার ইয়াবা। ছবি: সংগৃহীত আবু সালাম চৌধুরী বলেন, রোববার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় জনৈক সালামত উল্লাহর বসতঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি চালান মজুতের খবর পায় র‍্যাব। এ তথ্যের ভিত্তিতে সন্দেহজনক ঘরটি ঘিরে ফেললে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ৪-৫ জন লোক কৌশলে পালানোর  চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে সালামত উল্লাহর ঘর তল্লাশি চালিয়ে ১ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত