কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমার থেকে আসা ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বরইতলী এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে দুজন মিয়ানমারের নাগরিক।
গ্রেপ্তারেরা হলেন— মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিদংয়ের আশিক্কা পাড়ার সব্বির আহম্মদের ছেলে হারুন আমিন (১৯) ও ফেরাংপ্রু এলাকার আলী আকবরের ছেলে আসমত উল্লাহ (১৮) এবং টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বরইতলী এলাকার নুর আলমের ছেলে সালামত উল্লাহ (২৪)।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার হারুন আমিন ও আসমত উল্লাহ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাঁরা নাফ নদী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে টেকনাফের বিভিন্ন মাদক কারবারিদের সরবরাহ করতেন।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
আবু সালাম চৌধুরী বলেন, রোববার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় জনৈক সালামত উল্লাহর বসতঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি চালান মজুতের খবর পায় র্যাব। এ তথ্যের ভিত্তিতে সন্দেহজনক ঘরটি ঘিরে ফেললে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ৪-৫ জন লোক কৌশলে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে সালামত উল্লাহর ঘর তল্লাশি চালিয়ে ১ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
মিয়ানমার থেকে আসা ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বরইতলী এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে দুজন মিয়ানমারের নাগরিক।
গ্রেপ্তারেরা হলেন— মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিদংয়ের আশিক্কা পাড়ার সব্বির আহম্মদের ছেলে হারুন আমিন (১৯) ও ফেরাংপ্রু এলাকার আলী আকবরের ছেলে আসমত উল্লাহ (১৮) এবং টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বরইতলী এলাকার নুর আলমের ছেলে সালামত উল্লাহ (২৪)।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার হারুন আমিন ও আসমত উল্লাহ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাঁরা নাফ নদী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে টেকনাফের বিভিন্ন মাদক কারবারিদের সরবরাহ করতেন।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
আবু সালাম চৌধুরী বলেন, রোববার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় জনৈক সালামত উল্লাহর বসতঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি চালান মজুতের খবর পায় র্যাব। এ তথ্যের ভিত্তিতে সন্দেহজনক ঘরটি ঘিরে ফেললে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ৪-৫ জন লোক কৌশলে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে সালামত উল্লাহর ঘর তল্লাশি চালিয়ে ১ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
নরসিংদীর রায়পুরায় আনাস মিয়া নামের তিন বছর বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে তারাবিহ নামাজের সময় শিশুটির মা শিরিনা আক্তার (২৫) তাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটেছে।
২৭ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবার পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল-আমীনের লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুটিয়া সীমান্তের ২০৫০ পিলারের সামনে বিজিবির সঙ্গে পতাকা বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
১ ঘণ্টা আগেরংপুরের পীরগঞ্জে ২৭০ জন প্রতিবন্ধীর ৬ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা আত্মসাতের চেষ্টা চালানো হয়েছিল। পরে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মধ্যে জানাজানি হলে ওই টাকা আত্মসাতে ব্যর্থ হন জড়িত ব্যক্তিরা। তবে ঘটনার চার মাসেও ভাতাভোগীরা টাকা ফেরত পাননি বলে জানা গেছে।
৯ ঘণ্টা আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার বর্জ্যব্যবস্থাপনার জমি ক্রয়ে সাবেক মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে ৫০ লাখ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি মূল্যে কেনা জমির প্রকৃত মূল্য না দিয়ে জমির দাতাকে মাত্র ১০ লাখ টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করা হয়।
১০ ঘণ্টা আগে