Ajker Patrika

তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ২

লক্ষ্মীপুর প্রতিনিধি
তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ২

লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকায় তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীর গলায় ওড়না প্যাঁচানো অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার পর পালক ছেলে শাহজাহান ও প্রতিবেশী গিয়াস উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

নিহতরা হলেন, মো. সিদ্দিক উল্যাহ (৭০) ও তাঁর স্ত্রী আতরের নেছা (৬০)। তাঁদের কোনো নিজের সন্তান নেই। শাহজাহান নামে এক পালক ছেলে রয়েছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার দুপুরে সিদ্দিক উল্যাহ ও তাঁর স্ত্রীকে শেষবারের মতো ঘরে দেখতে পেয়েছে স্থানীয়রা। এরপর থেকে তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে ঘরের বাইরে থেকে দরজা লাগানো ছিল। পরবর্তীতে গতকাল সোমবার রাত ১০টার দিকে পালক ছেলে শাহজাহান বাড়ির সামনে এসে ডাকাডাকি করেন। এ সময় ওই দম্পতির কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়দের খবর দেন তিনি। পরে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে দরজা খুলে ঘরে ঢুকে দেখে খাটের ওপর গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ পড়ে আছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার বিকেল বা রাতের কোনো এক সময় তাঁদের দুজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ছাড়া ঘরের ছাদের দরজা খোলা ছিল। পাশাপাশি ঘর থেকে দলিলপত্র চুরি হয়ে গেছে। 

স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করে বলেন, ‘ওই দম্পতির কোনো সন্তান নাই। তাই সম্পত্তির লোভে স্বজনেরা পরিকল্পিতভাবে তাঁদের দুজনকে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’ 

নিহতদের স্বজন কামাল উদ্দিন বলেন, ‘জমি রেজিস্ট্রি করার বিষয়ে জাতীয় পরিচয়পত্রের জন্য গতকাল বাড়িতে আসি। পরে ঘরের দরজা তালাবদ্ধ দেখে ডাকাডাকি করি। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের খবর দিই। পরে পুলিশ এসে দুজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’ 

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানা-পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে। দ্রুত তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে তদন্ত চলছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, ‘এটি একটি হত্যাকাণ্ড। সম্পত্তির লোভে তাঁদের গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত