Ajker Patrika

আবারও চমেক হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা বন্ধ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আবারও চমেক হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা বন্ধ 

কাঁচামাল স্বল্পতার অজুহাতে সাময়িক বন্ধ রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা। আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকে কার্যক্রম বন্ধ রাখে ডায়ালাইসিস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্যান্ডর।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানের ফটকে স্যান্ডর কর্তৃপক্ষ একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। নোটিশ উল্লেখ করা হয়েছে, গত নভেম্বর ২০২২ থেকে অনেক কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠান আংশিক এবং কেউ কেউ পূর্ণাঙ্গ সরবরাহ বন্ধ রেখেছে।

প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ করে নগদ মালামাল ক্রয় করে ডায়ালাইসিস সেবা চালু রাখলেও বর্তমানে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ নগদ অর্থ না থাকার কারণে মালামাল ক্রয় কোনো প্রকারেই সম্ভব হচ্ছে না।

এমন অবস্থায় ডায়ালাইসিসের প্রয়োজনীয় কাঁচামাল স্বল্পতায় আগামী দু-এক দিনের মধ্যে সেবা বিঘ্নিত হতে পারে। যেহেতু ডায়ালাইসিস সেবা অত্যন্ত স্পর্শকাতর জরুরি সেবা, সেহেতু সংশ্লিষ্ট সকল রোগীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য অগ্রিম অনুরোধ করা হচ্ছে।

নোটিশ টাঙিয়ে বন্ধ রাখা হয়েছে চমেক হাসপাতালের কিডনি ডায়ালাইসিস সেবা।নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, বিগত বছরগুলোতে স্যান্ডরের সেবার বিপরীতে ৩১ কোটি টাকা বকেয়া রয়েছে।

এ বিষয়ে স্যান্ডরের সিনিয়র এক্সিকিউটিভ খালেদ সাইফুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সাধারণ ভেন্ডর নামে একটি প্রতিষ্ঠান থেকে ডায়ালাইসিসের কাঁচামাল কিনি। সেখানে অনেক টাকা বকেয়া থাকায় তারা ওষুধ দিচ্ছে না। তাই সেবা দিতে আমাদের সমস্যা হচ্ছে।’

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, কিডনি রোগীদের সেবা দিতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

অপরদিকে, ডায়ালাইসিস সেবা বন্ধ থাকায় নিম্ন ও মধ্যবর্তী রোগীরা বিপাকে পড়েছেন। এ বিষয়ে আবুল কাশেম নামে এক রোগী বলেন, ‘আজ দুপুর ১২টার সেশন ২ টায়ও শুরু হয়নি। আমরা গরিব মানুষ ডায়ালাইসিস করতে না পারলে তো মারাই যাব।’

উল্লেখ্য, এর আগে গত বছরের ৪ জানুয়ারি একইভাবে নোটিশ টাঙিয়ে সেবা বন্ধ করে দিয়েছিল স্যান্ডর। এক বছর পর আবারও একই পদ্ধতিতে নোটিশ টাঙিয়ে সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত