নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কাঁচামাল স্বল্পতার অজুহাতে সাময়িক বন্ধ রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা। আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকে কার্যক্রম বন্ধ রাখে ডায়ালাইসিস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্যান্ডর।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানের ফটকে স্যান্ডর কর্তৃপক্ষ একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। নোটিশ উল্লেখ করা হয়েছে, গত নভেম্বর ২০২২ থেকে অনেক কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠান আংশিক এবং কেউ কেউ পূর্ণাঙ্গ সরবরাহ বন্ধ রেখেছে।
প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ করে নগদ মালামাল ক্রয় করে ডায়ালাইসিস সেবা চালু রাখলেও বর্তমানে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ নগদ অর্থ না থাকার কারণে মালামাল ক্রয় কোনো প্রকারেই সম্ভব হচ্ছে না।
এমন অবস্থায় ডায়ালাইসিসের প্রয়োজনীয় কাঁচামাল স্বল্পতায় আগামী দু-এক দিনের মধ্যে সেবা বিঘ্নিত হতে পারে। যেহেতু ডায়ালাইসিস সেবা অত্যন্ত স্পর্শকাতর জরুরি সেবা, সেহেতু সংশ্লিষ্ট সকল রোগীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য অগ্রিম অনুরোধ করা হচ্ছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, বিগত বছরগুলোতে স্যান্ডরের সেবার বিপরীতে ৩১ কোটি টাকা বকেয়া রয়েছে।
এ বিষয়ে স্যান্ডরের সিনিয়র এক্সিকিউটিভ খালেদ সাইফুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সাধারণ ভেন্ডর নামে একটি প্রতিষ্ঠান থেকে ডায়ালাইসিসের কাঁচামাল কিনি। সেখানে অনেক টাকা বকেয়া থাকায় তারা ওষুধ দিচ্ছে না। তাই সেবা দিতে আমাদের সমস্যা হচ্ছে।’
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, কিডনি রোগীদের সেবা দিতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
অপরদিকে, ডায়ালাইসিস সেবা বন্ধ থাকায় নিম্ন ও মধ্যবর্তী রোগীরা বিপাকে পড়েছেন। এ বিষয়ে আবুল কাশেম নামে এক রোগী বলেন, ‘আজ দুপুর ১২টার সেশন ২ টায়ও শুরু হয়নি। আমরা গরিব মানুষ ডায়ালাইসিস করতে না পারলে তো মারাই যাব।’
উল্লেখ্য, এর আগে গত বছরের ৪ জানুয়ারি একইভাবে নোটিশ টাঙিয়ে সেবা বন্ধ করে দিয়েছিল স্যান্ডর। এক বছর পর আবারও একই পদ্ধতিতে নোটিশ টাঙিয়ে সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
কাঁচামাল স্বল্পতার অজুহাতে সাময়িক বন্ধ রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা। আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকে কার্যক্রম বন্ধ রাখে ডায়ালাইসিস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্যান্ডর।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানের ফটকে স্যান্ডর কর্তৃপক্ষ একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। নোটিশ উল্লেখ করা হয়েছে, গত নভেম্বর ২০২২ থেকে অনেক কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠান আংশিক এবং কেউ কেউ পূর্ণাঙ্গ সরবরাহ বন্ধ রেখেছে।
প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ করে নগদ মালামাল ক্রয় করে ডায়ালাইসিস সেবা চালু রাখলেও বর্তমানে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ নগদ অর্থ না থাকার কারণে মালামাল ক্রয় কোনো প্রকারেই সম্ভব হচ্ছে না।
এমন অবস্থায় ডায়ালাইসিসের প্রয়োজনীয় কাঁচামাল স্বল্পতায় আগামী দু-এক দিনের মধ্যে সেবা বিঘ্নিত হতে পারে। যেহেতু ডায়ালাইসিস সেবা অত্যন্ত স্পর্শকাতর জরুরি সেবা, সেহেতু সংশ্লিষ্ট সকল রোগীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য অগ্রিম অনুরোধ করা হচ্ছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, বিগত বছরগুলোতে স্যান্ডরের সেবার বিপরীতে ৩১ কোটি টাকা বকেয়া রয়েছে।
এ বিষয়ে স্যান্ডরের সিনিয়র এক্সিকিউটিভ খালেদ সাইফুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সাধারণ ভেন্ডর নামে একটি প্রতিষ্ঠান থেকে ডায়ালাইসিসের কাঁচামাল কিনি। সেখানে অনেক টাকা বকেয়া থাকায় তারা ওষুধ দিচ্ছে না। তাই সেবা দিতে আমাদের সমস্যা হচ্ছে।’
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, কিডনি রোগীদের সেবা দিতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
অপরদিকে, ডায়ালাইসিস সেবা বন্ধ থাকায় নিম্ন ও মধ্যবর্তী রোগীরা বিপাকে পড়েছেন। এ বিষয়ে আবুল কাশেম নামে এক রোগী বলেন, ‘আজ দুপুর ১২টার সেশন ২ টায়ও শুরু হয়নি। আমরা গরিব মানুষ ডায়ালাইসিস করতে না পারলে তো মারাই যাব।’
উল্লেখ্য, এর আগে গত বছরের ৪ জানুয়ারি একইভাবে নোটিশ টাঙিয়ে সেবা বন্ধ করে দিয়েছিল স্যান্ডর। এক বছর পর আবারও একই পদ্ধতিতে নোটিশ টাঙিয়ে সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে আজ রোববার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। গতকাল শনিবার শ্রমিকদের দাবি মেনে নিয়ে নোটিশ দিলেও তাঁরা বিক্ষোভ ও কর্মবিরতি লাগাতার চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
১ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে চলন্ত অটোরিকশায় পেট্রল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো চামড়ার গুদামসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। দগ্ধ যাত্রীরা হলেন লায়লা বেগম (৫০) ও তাঁর পুত্রবধূ ঝরনা বেগম (৩০)। তাঁরা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের
১৬ মিনিট আগেরাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
১ ঘণ্টা আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
১ ঘণ্টা আগে