Ajker Patrika

চট্টগ্রাম-৮ উপনির্বাচন: আ. লীগের মনোনয়ন ফরম কিনেছেন ২৫ জন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম-৮ উপনির্বাচন: আ. লীগের মনোনয়ন ফরম কিনেছেন ২৫ জন 

চট্টগ্রাম–৮ (বোয়ালখালী-চান্দগাঁও) সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২৫ জন। গতকাল সোমবার ও আজ দুদিনে উপনির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আগামীকাল বুধবার বেলা সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

সূত্রে জানা গেছে, দুই দিনে মোট ২৫ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কালকেও মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রথম দিনে ১৩ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামও।

এ ছাড়া আছেন–প্রয়াত সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের সহধর্মিণী সেলিনা খান, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য মো. হায়দার আলী চৌধুরী, ব্যারিস্টার মোহাম্মদ মনোয়ার হোসেন, শিল্পপতি সুকুমার চৌধুরী, এটিএম আলী রিয়াজ খান, এস এম কফিল উদ্দিন, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ জাহেদুল হক, মো. সাইফুল ইসলাম, আশেক রসুল খান, জহুর চৌধুরী ও মোহাম্মদ মনছুর আলম।

আজ মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১২ জন। এরা হলেন-শিরিন আহমেদ, আহমেদ ফয়সাল চৌধুরী, বিজয় কুমার চৌধুরী, নোমান আল মাহমুদ, মো. আবু তাহের, কফিল উদ্দিন খান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মো. এমরান, সাইফুদ্দিন আহমেদ রিব, মোহাম্মদ আব্দুল কাদের, এসএম আবুল কালাম ও এএ নুরুল ইসলাম।

আগামী ২৫ মার্চ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে। আর ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে উপ নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত