নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলম নুরকে হেফাজতে নিয়ে হত্যার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কৃষক ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. মিজানুর রহমান জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালতে এ আবেদন করেন। তবে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে কী না, সে বিষয়ে আদালত এখনোও কোনো আদেশ দেননি।
যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাঁরা হলেন, চট্টগ্রামের তৎকালীন পুলিশ সুপার (বর্তমানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার) নুরে আলম মিনা, রাউজান থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ ও উপপরিদর্শক (এসআই) শেখ মো. জাবেদ।
২০১৭ সালের ৩০ মার্চ সকালে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া খেলারঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে হাত-পা নাইলনের দড়ি দিয়ে বাঁধা অবস্থায় নুরুল আলম নুরুর মরদেহ পাওয়া যায়। তাঁর মাথায় দুটি গুলির চিহ্ন ছিল। এ ঘটনার পাঁচ বছর পর আজ আদালতে মামলার আবেদন করা হয়।
মামলার আবেদনে বলা হয়, ২০১৭ সালের ২৯ মার্চ রাত পৌনে ১২টার দিকে এসআই শেখ মো. জাবেদের নেতৃত্বে জেলা পুলিশের একটি দল নগরের চকবাজার থানার চন্দনপুরা এলাকার বাসা থেকে নুরুল আলম নুরুকে আটক করে নিয়ে যান। চন্দনপুরার বাসা এর পর রাউজানের নোয়াপাড়া কলেজ ক্যাম্পাসে নিয়ে গিয়ে রাত তিনটা পর্যন্ত তাঁকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে গুলি করে হত্যা করে তাঁর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের নেতা মো. মিজানুর রহমানের আইনজীবী মো. হাসান আলী চৌধুরী বলেন, নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে কী না, সে বিষয়ে আদালত এখনোও কোনো আদেশ দেননি। আবেদনটি আদেশের জন্য প্রক্রিয়াধীন আছে।
চট্টগ্রামে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলম নুরকে হেফাজতে নিয়ে হত্যার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কৃষক ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. মিজানুর রহমান জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালতে এ আবেদন করেন। তবে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে কী না, সে বিষয়ে আদালত এখনোও কোনো আদেশ দেননি।
যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাঁরা হলেন, চট্টগ্রামের তৎকালীন পুলিশ সুপার (বর্তমানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার) নুরে আলম মিনা, রাউজান থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ ও উপপরিদর্শক (এসআই) শেখ মো. জাবেদ।
২০১৭ সালের ৩০ মার্চ সকালে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া খেলারঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে হাত-পা নাইলনের দড়ি দিয়ে বাঁধা অবস্থায় নুরুল আলম নুরুর মরদেহ পাওয়া যায়। তাঁর মাথায় দুটি গুলির চিহ্ন ছিল। এ ঘটনার পাঁচ বছর পর আজ আদালতে মামলার আবেদন করা হয়।
মামলার আবেদনে বলা হয়, ২০১৭ সালের ২৯ মার্চ রাত পৌনে ১২টার দিকে এসআই শেখ মো. জাবেদের নেতৃত্বে জেলা পুলিশের একটি দল নগরের চকবাজার থানার চন্দনপুরা এলাকার বাসা থেকে নুরুল আলম নুরুকে আটক করে নিয়ে যান। চন্দনপুরার বাসা এর পর রাউজানের নোয়াপাড়া কলেজ ক্যাম্পাসে নিয়ে গিয়ে রাত তিনটা পর্যন্ত তাঁকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে গুলি করে হত্যা করে তাঁর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের নেতা মো. মিজানুর রহমানের আইনজীবী মো. হাসান আলী চৌধুরী বলেন, নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে কী না, সে বিষয়ে আদালত এখনোও কোনো আদেশ দেননি। আবেদনটি আদেশের জন্য প্রক্রিয়াধীন আছে।
নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়া থেকে এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে পাঁচজন গত ২৮ ফেব্রুয়ারি পাবনার সাঁথিয়ায় সংঘটিত ডাক
৩ মিনিট আগেভোলার চরফ্যাশন উপজেলায় চোর সন্দেহে মো. শাহজাহান মিন্টিজ (৪০) নামের এক ব্যক্তির হাত-পা ভেঙে দুই চোখ তুলে নিয়েছেন গ্রামের লোকজন। এলাকায় চুরি বেড়ে যাওয়ায় তাঁরা শাহজাহানের ওপর এই নির্যাতন চালান। গতকাল রোববার এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেডিজিটাল মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (৩ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন সাজ্জাদ হোসেন
৯ মিনিট আগেবরিশালের আগৈলঝাড়া উপজেলা মৎস্য অফিসে মদের বোতল পাওয়া গেছে। এ ঘটনায় অফিসপাড়ায় তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে, উপজেলা মৎস্য অফিসে বসে দীর্ঘদিন ধরে মদ্য পান করছেন অফিসের কর্মকর্তারা। আজ সোমবার দুপুরে অফিসে বসে পান করে রাখা ম্যাজিক মোমেন্ট (গ্রিন ভদকা) নামের একটি মদের বোতল পাওয়া যায়।
১০ মিনিট আগে