কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় চট্টগ্রামের কর্ণফুলীতে আবদুল্লাহ আল মামুন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে চরপাথরঘাটা যুবলীগের এক নেতা ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর স্ত্রী তাসলিমা আকতার কর্ণফুলী থানায় হত্যাচেষ্টার একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তার আসামি হলেন উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান পাটওয়ারী (২৭), মো. তারেক পাটওয়ারী (২৪) ও হাসান আহমদ (২১)। এঁদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার খোয়াজনগর গ্রামের বাসিন্দা আবদুল্লাহ আল মামুন (৩২) রাজমিস্ত্রি ঠিকাদারি ব্যবসা করেন। তাঁর কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান পাটওয়ারী ও তাঁর অনুসারীরা।
সর্বশেষ গত ১৫ মে রাতে যুবলীগ ওই নেতা তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। না হয় কাজ করতে দেবে না বলে জানান। সেদিন এই নিয়ে যুবলীগের নেতা ও তাঁর অনুসারীদের সঙ্গে মামুনের তর্ক হয়। টাকা না পেয়ে একপর্যায়ে তাঁকে দেখে নেওয়ার হুমকিও দেন তাঁরা।
এ ঘটনার জেরে গতকাল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খোয়াজনগর গ্রামের বাসা থেকে বের হলে ইমরান ও তাঁর অনুসারীরা ছুরি ও রামদা দিয়ে মামুনকে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তিনি বর্তমানে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার ছত্রচ্ছায়ায় যুবলীগের নেতা ইমরান পাটওয়ারীর নেতৃত্বে কিশোর গ্যাং এলাকায় জমি দখলসহ নানান অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় একাধিক মামলা রয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, কর্ণফুলীর খোয়াজনগর গ্রামে যুবককে ছুরিকাঘাতে ঘটনায় ভিকটিম মামুনের স্ত্রী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার চেষ্টা চলছে।
৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় চট্টগ্রামের কর্ণফুলীতে আবদুল্লাহ আল মামুন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে চরপাথরঘাটা যুবলীগের এক নেতা ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর স্ত্রী তাসলিমা আকতার কর্ণফুলী থানায় হত্যাচেষ্টার একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তার আসামি হলেন উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান পাটওয়ারী (২৭), মো. তারেক পাটওয়ারী (২৪) ও হাসান আহমদ (২১)। এঁদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার খোয়াজনগর গ্রামের বাসিন্দা আবদুল্লাহ আল মামুন (৩২) রাজমিস্ত্রি ঠিকাদারি ব্যবসা করেন। তাঁর কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান পাটওয়ারী ও তাঁর অনুসারীরা।
সর্বশেষ গত ১৫ মে রাতে যুবলীগ ওই নেতা তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। না হয় কাজ করতে দেবে না বলে জানান। সেদিন এই নিয়ে যুবলীগের নেতা ও তাঁর অনুসারীদের সঙ্গে মামুনের তর্ক হয়। টাকা না পেয়ে একপর্যায়ে তাঁকে দেখে নেওয়ার হুমকিও দেন তাঁরা।
এ ঘটনার জেরে গতকাল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খোয়াজনগর গ্রামের বাসা থেকে বের হলে ইমরান ও তাঁর অনুসারীরা ছুরি ও রামদা দিয়ে মামুনকে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তিনি বর্তমানে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার ছত্রচ্ছায়ায় যুবলীগের নেতা ইমরান পাটওয়ারীর নেতৃত্বে কিশোর গ্যাং এলাকায় জমি দখলসহ নানান অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় একাধিক মামলা রয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, কর্ণফুলীর খোয়াজনগর গ্রামে যুবককে ছুরিকাঘাতে ঘটনায় ভিকটিম মামুনের স্ত্রী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার চেষ্টা চলছে।
রাজধানীর গেন্ডারিয়াতে পূর্ব শত্রুতার জেরে আরিফুল ইসলাম বাবু (৩৫) নামে এক সিএনজি গ্যারেজের কমর্চারীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার (২৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দয়াগঞ্জ রেললাইনের কাছে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল ৮টার দিকে কর্তব্য
৪০ মিনিট আগেদেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি। খনিটি দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখলেও ভাগ্যের উন্নয়ন হয়নি খনি এলাকার বাসিন্দাদের। এ যেন বাতির নিচেই অন্ধকার। খনিতে ২০-২৫ বছর ধরে আউটসোর্সিংয়ের মাধ্যমে ২৭৬ জন কর্মচারী চাকরি করলেও খনি কর্তৃপক্ষের উদাসীনতায় আজও তাঁদের চাকরি স্থায়ী হয়নি...
১ ঘণ্টা আগেবগুড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালাক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ হয়ে মারা যাওয়া আয়া মাসুমাকে ভোলার বোরহানউদ্দিনে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় নিজ এলাকায় তাঁর জানাজা শেষে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দাফন
১ ঘণ্টা আগে