Ajker Patrika

ছাত্রী হেনস্তার বিচারের দাবিতে উত্তাল চবি, মানববন্ধন ও ক্লাস বর্জন

চবি প্রতিনিধি
আপডেট : ২১ জুলাই ২০২২, ১৫: ২৪
ছাত্রী হেনস্তার বিচারের দাবিতে উত্তাল চবি, মানববন্ধন ও ক্লাস বর্জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে হেনস্তার ঘটনায় বিচারের দাবিতে দফায় দফায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রতিবাদ জানান। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন করেন। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রশাসনিক ভবনের সামনে দ্বিতীয় দফা মানববন্ধন করেন। এরপর শহীদ মিনার প্রাঙ্গণে প্রগতিশীল ছাত্র জোট তৃতীয় দফা মানববন্ধন করে। সর্বশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণে তৃতীয় দফা মানববন্ধন চলছে। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে শিক্ষার্থীরা লেখেন, ‘ভিসি যেখানে নারী, সেখানে অনিরাপদ কেন আমি?’, ‘সুবোধ তুই পালিয়ে যা, তোর ভাগ্যে নিরাপত্তা নাই’, ‘নিরাপদ ক্যাম্পাস চাই’, ‘নাম অবশ্যই প্রশাসনের জানা, তবে মামলা কেন অজ্ঞাতনামা।’ 

শহীদ মিনার প্রাঙ্গণে তৃতীয় দফায় চলছে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকাএ সময় শাখা ছাত্র ফ্রন্টের সদস্য শাহানাজ মুন্নি বলেন, ‘আমরা যে একুশ শ একর নিয়ে গর্ব করি, সেই একুশ শ একরের গর্ব আজ কোথায় গেল? আমাদের গর্বের একুশ শ একরে যদি প্রশাসন আমাদের নিরাপত্তা বিধান করতে না পারে, তাহলে এই একুশ শ একর নিয়ে গর্ব আমরা কেন করব?’ 

রসায়ন বিভাগের ছাত্রী সাজিয়া আহমেদ বলেন, ‘যে ঘটনার বিচার চার ঘণ্টার মধ্যে হওয়ার কথা ছিল, সেই ঘটনার চার দিন পেরিয়ে গেলেও প্রশাসন কিছুই করতে পারেনি। ক্যাম্পাসকে আমরা আমাদের বাড়ির মতো মনে করি। এখানে প্রশাসন আমাদের অভিভাবক। আমাদের বাড়িতে অভিভাবকেরাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এ রকম অভিভাবক থেকেই বা কী লাভ?’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত