Ajker Patrika

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় লোহার প্লেটের আঘাতে শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২২, ১৮: ১৫
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় লোহার প্লেটের আঘাতে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাজ করার সময় মাথায় লোহার প্লেটের আঘাতে মো. বুলবুল ইসলাম (৩৪) নামে জাহাজভাঙা কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. হারুনুর রশিদ (৩৪) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শতিলপুর চৌধুরীঘাটা সাগর উপকূলে অবস্থিত সাগরিকা স্টিল শিপব্রেকিং ইয়ার্ড নামক একটি জাহাজভাঙা কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল নওগাঁ জেলার মান্দা উপজেলার নলতৈড় এলাকার মো. মমতাজ উদ্দিনের ছেলে। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। তিনি বলেন, দুপুরে শিপব্রেকিং ইয়ার্ডে প্লেট কাটার কাজ করছিলেন শ্রমিক বুলবুল ও হারুন। এ সময় হঠাৎ মাথায় প্লেটের আঘাত লেগে তাঁরা দুজন মাটিতে লুটিয়ে পড়েন। দুর্ঘটনার পর জাহাজভাঙা কারখানার শ্রমিকেরা গুরুতর আহত দুই শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বুলবুল ইসলামের মৃত্যু হয়। 

পরিদর্শক সুমন বণিক বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম। নিহত শ্রমিকের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় আহত অপর শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ময়নাতদন্তের পর নিহত জাহাজভাঙা কারখানা শ্রমিকের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তরের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত