রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
পরিবারের কাউকে না জানিয়ে গত তিন দিন আগে দেশে ফেরেন প্রবাসী সাজ্জাদ হোসেন (২২)। ৬ বছর পর দেশে ফেরা সাজ্জাদ আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রাউজান পৌর এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বাইন্যা পুকুরপাড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন সাজ্জাদের ফুপাতো ভাই মো. মিরাজ (১৮)। তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
জানা গেছে, নিহত সাজ্জাদ উপজেলার ৭ নং রাউজান সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মিয়াজান মাঝির বাড়ির মরহুম আব্দুস সালামের ছেলে। চার ভাইয়ের মাঝে সাজ্জাদ তৃতীয়। কয়েক বছর আগে অসুস্থতায় তাঁদের বাবা মারা যান। অন্যদিকে আহত মিরাজ একই ইউনিয়নের পূর্ব রাউজান এলাকার মো. মনছুরের ছেলে। তবে তিনি ছোট থেকেই মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতেন।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে নিহত সাজ্জাদ ও তাঁর ফুপাতো ভাই পৌর এলাকার বাইন্যা পুকুরপাড় হয়ে রাউজান সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন সাজ্জাদ। গুরুতর আহত হন মিরাজ।
নিহত সাজ্জাদের পরিবারের সদস্যরা জানান, সাজ্জাদ ৬ বছর ওমানে ছিল। তাঁর বড় দুই ভাই দুবাই থাকে। গত তিন দিন আগে কাউকে কিছু না জানিয়ে হুট করেই দেশে আসে সাজ্জাদ। এমনকি প্রয়োজনীয় কাপড়ও নিয়ে আসেনি। সকালে জানায় কাপড় কিনতে রাউজান ফকিরহাট যাবে। পরে জানা যায়, দুর্ঘটনা হয়েছে।
এই বিষয়ে রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল আজম বলেন, ‘লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। নিহত সাজ্জাদের পরিবার ময়নাতদন্ত করতে চাচ্ছে না। তাই লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাঁরা চাইলে মামলা করতে পারবেন।’
মো. কামরুল আজম বলেন, ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি আটক করা হয়েছে।
পরিবারের কাউকে না জানিয়ে গত তিন দিন আগে দেশে ফেরেন প্রবাসী সাজ্জাদ হোসেন (২২)। ৬ বছর পর দেশে ফেরা সাজ্জাদ আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রাউজান পৌর এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বাইন্যা পুকুরপাড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন সাজ্জাদের ফুপাতো ভাই মো. মিরাজ (১৮)। তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
জানা গেছে, নিহত সাজ্জাদ উপজেলার ৭ নং রাউজান সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মিয়াজান মাঝির বাড়ির মরহুম আব্দুস সালামের ছেলে। চার ভাইয়ের মাঝে সাজ্জাদ তৃতীয়। কয়েক বছর আগে অসুস্থতায় তাঁদের বাবা মারা যান। অন্যদিকে আহত মিরাজ একই ইউনিয়নের পূর্ব রাউজান এলাকার মো. মনছুরের ছেলে। তবে তিনি ছোট থেকেই মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতেন।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে নিহত সাজ্জাদ ও তাঁর ফুপাতো ভাই পৌর এলাকার বাইন্যা পুকুরপাড় হয়ে রাউজান সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন সাজ্জাদ। গুরুতর আহত হন মিরাজ।
নিহত সাজ্জাদের পরিবারের সদস্যরা জানান, সাজ্জাদ ৬ বছর ওমানে ছিল। তাঁর বড় দুই ভাই দুবাই থাকে। গত তিন দিন আগে কাউকে কিছু না জানিয়ে হুট করেই দেশে আসে সাজ্জাদ। এমনকি প্রয়োজনীয় কাপড়ও নিয়ে আসেনি। সকালে জানায় কাপড় কিনতে রাউজান ফকিরহাট যাবে। পরে জানা যায়, দুর্ঘটনা হয়েছে।
এই বিষয়ে রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল আজম বলেন, ‘লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। নিহত সাজ্জাদের পরিবার ময়নাতদন্ত করতে চাচ্ছে না। তাই লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাঁরা চাইলে মামলা করতে পারবেন।’
মো. কামরুল আজম বলেন, ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি আটক করা হয়েছে।
মোহন মিয়া (২৮) নামের এক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে। আহত যুবককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বগুড়া শহরতলির সাবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখার সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান, তাহলে তাঁর বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখতে হবে। তাঁকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে কি না, সেটি দেখতে হবে। এত তড়িঘড়ি করে নিয়োগ দিতে হবে কেন?’
১ ঘণ্টা আগেমো. মজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত বেতন-ভাতাদি পেলেও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না। এমনকি বিশ্ববিদ্যালয় থেকে যানবাহন, টেলিফোন, মোবাইল ফোন ও সংবাদপত্রসংক্রান্ত কোনো সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন না।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে