Ajker Patrika

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৭: ২৭
ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে মরিয়ম খাতুন (৪৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালী গ্রামের নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত গৃহবধূ ওই এলাকার প্রবাসী মো. আবুল বশরের স্ত্রী। তাঁর দুই ছেলেসন্তান রয়েছে। 

নিহত গৃহবধূর বড় ছেলে মো. রোমান মিয়া বলেন, ‘কিছুদিন আগে মায়ের শরীরে ক্যানসার ধরা পড়ে। আজ শহর থেকে থেরাপি দিয়ে আসার পর থেকেই মা পাগলামো করতে থাকে। সকালে আমি ঘুম থেকে উঠে মাকে ঘরের বাইরে বসাই। কিছুক্ষণ পর দেখতে পাই রান্নাঘরের বাঁশের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলছে মায়ের মরদেহ। আমাদের কারর সঙ্গে কোনো শত্রুতা নেই।’ 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত