Ajker Patrika

ত্রাণ নিতে গিয়ে ‘ধর্ষণের শিকার’ প্রতিবন্ধী নারী, আটক ৬

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ২২: ৫১
ত্রাণ নিতে গিয়ে ‘ধর্ষণের শিকার’ প্রতিবন্ধী নারী, আটক ৬

কুমিল্লার তিতাসে ত্রাণ দেওয়ার কথা বলে ৩৫ বছরের মানসিক প্রতিবন্ধী এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় স্থানীয়রা ছয় যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের আলী নুর প্রকাশ আলী (৪৫), চকের বাড়ীর সিএনজি বাবু (৪০), হরিপুর চকেরবাড়ীর সিএনজিচালক ইদন (২৫), হরিপুরের আরিফ (৩০), দাসকান্দি চকেরবাড়ীর নুর মোহাম্মদ প্রকাশ চোক্কা (২৫) এবং একই গ্রামের বিদ্যুৎ মজুমদার (৩৫)। 

অভিযোগে জানা যায়, গত বুধবার দুপুরে ভুক্তভোগী নারী উপজেলার দাসকান্দি বাজারে যায় ত্রাণ পাওয়ার আশায়। সে সময় সিএনজিচালক বাবু ভিকটিমকে ত্রাণ দেওয়ার প্রলোভন দিয়ে দাসকান্দি বাজারের মো. নুর আলীর দোকানে বসিয়ে রাখে এবং সন্ধ্যা ঘনিয়ে এলে অভিযুক্তরা একত্রিত হয়ে পালাক্রমে ধর্ষণ করে। 

বিষয়টি এলাকায় জানাজানি হলে এক ছাত্র সমন্বয়দের কাছে তথ্যটি পৌছায়। এরপর ছাত্ররা গতকাল অভিযুক্ত ছয়জনকে দাসকান্দি বাজারে ডাকেন। এরপর তাঁরা ঘটনার সত্যতা স্বীকার করেন। 

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, অভিযোগের ভিত্তিতে ছয়জনকে আটক করা হয়েছে। মেডিকেল চেকআপের জন্য ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত