Ajker Patrika

কর্ণফুলী আ.লীগের আট নেতাকে বহিষ্কারের সুপারিশ 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৫: ০৫
কর্ণফুলী আ.লীগের আট নেতাকে বহিষ্কারের সুপারিশ 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় আট নেতাকে বহিষ্কারের সুপারিশ করেছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার রাতে এসংক্রান্ত একটি চিঠি জেলা আওয়ামী লীগের কাছে পাঠিয়েছে উপজেলা আওয়ামী লীগ। 

এর আগে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা করায় চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদকে অব্যাহতি দেওয়া হয়। ২ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফারুক চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হন। 

বহিষ্কারের জন্য সুপারিশ করা আট নেতা হলেন—উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম ছালেহ, সহসভাপতি ও শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও বড় উঠান ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাফর ইকবাল, সদস্য ও জুলধা ইউপি চেয়ারম্যান নুরুল হক, সদস্য মহিউদ্দিন ভান্ডারী ও আবদুশ শুক্কুর। তাঁরা আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক চৌধুরীর বিপক্ষে এবং বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলীর পক্ষে কাজ করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে বলে অভিযোগ আনা হয়েছে। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী বলেন, দলীয় গঠনতন্ত্রের ধারা অনুযায়ী আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং দলীয় সব কর্মকাণ্ড থেকে বিরত রাখার সুপারিশ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত