পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুর-উর রশীদ চৌধুরীর বিরুদ্ধে নৌকার প্রার্থীকে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যায় তাঁর বিরুদ্ধে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুর-উর রশীদ চৌধুরী প্রতীক বরাদ্দের পর থেকে তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে নানাভাবে হুমকি-ধমকি দিতে থাকেন। তাঁর মনোনীত নির্বাচনী এজেন্টদের কেন্দ্রে না যেতে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। শনিবার দুপুরে একটি জানাজার নামাজে যাওয়ার পথে তাকে গালমন্দ করে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী ইব্রাহিম বাচ্চু বলেন, ‘চশমা প্রতীকের প্রার্থী নুর আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমার সঙ্গে নির্বাচনে কাজ করা ব্যক্তিকে নিজে মারধরও করেছেন। বিষয়টি নিয়ে থানায় জিডি করেছি।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত নুর-উর রশীদ চৌধুরী ওরফে এজাজ চৌধুরীকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘কুসুমপুরা ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'
জানা যায়, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর-উর রশীদ চৌধুরী কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু বর্তমান চেয়ারম্যান ইব্রাহীম বাচ্চুকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এর প্রতিবাদে তাঁর অনুসারীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকার সড়ক অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন।
এরপর গত ২৫ নভেম্বর মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন ফরম দাখিল করেন। ২৬ নভেম্বর তিনি এলাকায় মতবিনিময় সভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। ওই সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি রবিউল হোসেন বাদশা ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সভায় উপস্থিত থাকতে দেখা যায়। এরপর তাঁকে উপজেলা আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার করা হয়।
চট্টগ্রামে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুর-উর রশীদ চৌধুরীর বিরুদ্ধে নৌকার প্রার্থীকে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যায় তাঁর বিরুদ্ধে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুর-উর রশীদ চৌধুরী প্রতীক বরাদ্দের পর থেকে তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে নানাভাবে হুমকি-ধমকি দিতে থাকেন। তাঁর মনোনীত নির্বাচনী এজেন্টদের কেন্দ্রে না যেতে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। শনিবার দুপুরে একটি জানাজার নামাজে যাওয়ার পথে তাকে গালমন্দ করে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী ইব্রাহিম বাচ্চু বলেন, ‘চশমা প্রতীকের প্রার্থী নুর আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমার সঙ্গে নির্বাচনে কাজ করা ব্যক্তিকে নিজে মারধরও করেছেন। বিষয়টি নিয়ে থানায় জিডি করেছি।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত নুর-উর রশীদ চৌধুরী ওরফে এজাজ চৌধুরীকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘কুসুমপুরা ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'
জানা যায়, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর-উর রশীদ চৌধুরী কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু বর্তমান চেয়ারম্যান ইব্রাহীম বাচ্চুকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এর প্রতিবাদে তাঁর অনুসারীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকার সড়ক অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন।
এরপর গত ২৫ নভেম্বর মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন ফরম দাখিল করেন। ২৬ নভেম্বর তিনি এলাকায় মতবিনিময় সভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। ওই সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি রবিউল হোসেন বাদশা ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সভায় উপস্থিত থাকতে দেখা যায়। এরপর তাঁকে উপজেলা আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার করা হয়।
কুমিল্লার বুড়িচংয়ে একটি ভাড়া বাসা থেকে এক নারী ও তাঁর কিশোরী মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে রামপুর এলাকার একটি ভবনের তৃতীয় তলার কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
৪ মিনিট আগেলক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে যায়। দোকানগুলোর ব্যবসায়ীরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তাঁদের অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মালিকানাধীন প্রতিষ্ঠানের একটি হলো পিপিএস পাইপ অ্যান্ড প্লাস্টিক কারখানা। ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির ওয়েবসাইট প্রকাশ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৩৭ মিনিট আগেনাটোরের গুরুদাসপুর উপজেলায় টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত হয়েছেন। এই ঘটনায় একজন ট্রাকচালক আহত হন। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে