Ajker Patrika

পটিয়ায় দিনমজুরের আত্মহত্যা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ায় দিনমজুরের আত্মহত্যা

পটিয়ায় গলায় ফাঁস দিয়ে মো. ফোরকান (২৪) নামের এক দিনমজুর আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বিকেলে পটিয়া পৌর এলাকার বাহুলিতে নিজ ভাড়া বাসায় আত্মহত্যা করেন তিন। ফোরকান সাতকানিয়া উপজেলায় আবদুস সবুরের ছেলে। 

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন বলেন, ‘ফোরকান পটিয়ায় দিনমজুরের কাজ করতেন। তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলায় হলেও তিনি পরিবার নিয়ে পটিয়া পৌর এলাকার বাহুলিতে ভাড়া বাসায় থাকতেন। পরিবারের সঙ্গে মনোমালিন্যের কারণে মঙ্গলবার বিকেলে ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন।’

রিয়াজ উদ্দিন আরও বলেন, ‘আমরা ৯৯৯ ফোন  পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফোরকানের ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ ঘটনায় পটিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত