Ajker Patrika

চট্টগ্রামের কাঁচাবাজারে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি, সবাই পরছেন মাস্ক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০২ জুলাই ২০২১, ২২: ১৯
চট্টগ্রামের কাঁচাবাজারে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি, সবাই পরছেন মাস্ক

সাধারণত কাঁচাবাজারগুলোতে অতিরিক্ত মানুষ থাকে। ফলে স্বাস্থ্যবিধি এসব জায়গায় মানা হয় না বললেই চলে। কিন্তু চট্টগ্রামের কর্ণফুলী কমপ্লেক্স মার্কেট বাজারে আজ শুক্রবার সকাল থেকে দেখা গেছে ভিন্ন চিত্র। ক্রেতা-বিক্রেতারা সবাই মাস্ক পড়ে বাজারে এসেছেন, মানছেন স্বাস্থ্যবিধি বলে নিশ্চিত করেছেন জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ভালো লাগার কথা জানিয়ে আজকের পত্রিকাকে বলেন, অভিযানে শুধু এক থেকে দুজনের মুখে মাস্ক দেখা যায়নি। তাঁদের জরিমানা করা হয়েছে। যেখানে অন্য সব জায়গায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না সেখানে কাঁচাবাজারে এমন স্বাস্থ্যবিধি মানার বিষয়টি মানা আসলেই ইতিবাচক। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, আজ সকাল থেকে খুলশী ও বায়েজিদ এলাকার নাসিরাবাদ, বাংলাবাজার, ডেবার পাড়, অক্সিজেন, বালুছড়ায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় ১৬টি মামলা করা হয়েছে। পাশাপাশি ২ হাজার টাকা অর্থদণ্ডও আদায় করা হয়। 

এদিকে পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা) নাঈমা ইসলাম। স্বাস্থ্যবিধি না মানায় তিনি ১০টি মামলার পাশাপাশি ২ হাজার ১০০ টাকা জরিমানা করেন। 

এ ছাড়া বাকরিয়া ও চকবাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান অভিযান পরিচালনা করেন। স্বাস্থ্যবিধি না মানায় তিনি ৩টি মামলায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। এ সময় ৯টি মোটরসাইকেল ও ১টি গাড়ি জব্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত