রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে বিরোধ মেটাতে ডাকা বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ রোববার (১ ডিসেম্বর) রাতে সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. মামুন (৪০)। তিনি সরফভাটার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে। তিন ভাইয়ের মধ্যে বড় ছিলেন মামুন। তাঁর স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। এক মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন মামুন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এর জেরে কয়েক পাড়ার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধ সমাধানে আজ রোববার ডাকা বৈঠকে দুই এলাকার লোকজনের মধ্যে বাক্বিতণ্ডা থেকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে মামুন গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। আহতদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহেদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মামুনের মৃত্যু হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে মামুনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে বিরোধ মেটাতে ডাকা বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ রোববার (১ ডিসেম্বর) রাতে সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. মামুন (৪০)। তিনি সরফভাটার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে। তিন ভাইয়ের মধ্যে বড় ছিলেন মামুন। তাঁর স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। এক মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন মামুন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এর জেরে কয়েক পাড়ার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধ সমাধানে আজ রোববার ডাকা বৈঠকে দুই এলাকার লোকজনের মধ্যে বাক্বিতণ্ডা থেকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে মামুন গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। আহতদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহেদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মামুনের মৃত্যু হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে মামুনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
নারায়ণগঞ্জে আড়াইহাজার থানায় জিডি করতে গিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে থানার ওসির বিরুদ্ধে। ইতিমধ্যে টাকা গ্রহণের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ভিডিওটি কবে ধারণকৃত তা নিশ্চিত হওয়া যায়নি। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন একটি কাগজের
৮ মিনিট আগেবাগেরহাটে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক আরোহী এক যুবক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সিয়াম গাজী (২০)। তিনি মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে।
১৮ মিনিট আগেহবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
২৫ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের প্রশ্ন প্রদান করা হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) ভর্তি পরীক্ষা শেষে বিষয়টি জানা যায়।
৩৪ মিনিট আগে