Ajker Patrika

বিরোধ মেটাতে বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ, প্রবাসী নিহত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৫: ৪৬
নিহত মো. মামুন। ছবি: সংগৃহীত
নিহত মো. মামুন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে বিরোধ মেটাতে ডাকা বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ রোববার (১ ডিসেম্বর) রাতে সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মামুন (৪০)। তিনি সরফভাটার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে। তিন ভাইয়ের মধ্যে বড় ছিলেন মামুন। তাঁর স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। এক মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন মামুন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এর জেরে কয়েক পাড়ার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধ সমাধানে আজ রোববার ডাকা বৈঠকে দুই এলাকার লোকজনের মধ্যে বাক্বিতণ্ডা থেকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে মামুন গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। আহতদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহেদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মামুনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে মামুনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত