Ajker Patrika

বাঁশখালীর কয়েক গ্রাম প্লাবিত

প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২১, ১৪: ২৭
Thumbnail image

বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকার খানখানাবাদ, ছনুয়া ও গন্ডামরা ইউনিয়নের কয়েকটি এলাকায় জোয়ারের পানি প্রবেশ করেছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফুট পানি বেড়ে যাওয়ায় এসব এলাকায় বেড়িবাঁধের ওপর দিয়ে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করছে।

বুধবার (২৬ মে) দুপুর ১টায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইয়াসের প্রভাব ও পূর্ণিমার কারণে স্বাভাবিক জোয়ারের চেয়ে আজকে জোয়ার বেশি হচ্ছে। বাঁশখালী উপজেলার কিছু কিছু এলাকায় পুরাতন বাঁধ আছে। এই বাঁধ উপচে তিন ইউনিয়নের কিছু কিছু লোকালয়ে পানি প্রবেশ করছে।

ভাটা শুরু হলে পানি আবার চলে যাবে জানিয়ে তিনি আরও বলেন, জোয়ারের কারণে কিছু পানি প্রবেশ করলেও লোকজনকে সরিয়ে নেওয়ার মতো পরিবেশ এখনো হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, খানখানাবাদ, ছনুয়া ও গন্ডামরা ইউনিয়নের কিছু কিছু এলাকার বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। পানি উন্নয়ন বোর্ডকে সেগুলো মেরামত করতে জরুরিভাবে বলা হয়েছে। আর বাঁধ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছেই।

চট্টগ্রাম-১৬ বাঁশখালী সাংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী উপজেলা প্রশাসনকে উপকূলের সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত