Ajker Patrika

টেকনাফে আইস ও ইয়াবাসহ যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৫: ০৩
টেকনাফে আইস ও ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালাতে গেলে তাঁদের ওপর হামলার চেষ্টা করা হয়। এ সময় ১ দশমিক ৩১৩ কেজি আইস, ১০ হাজার ইয়াবা ও মিয়ানমারের চোরাই পণ্যসহ তাহের রহমান (২৪) নামের এক যুবককে আটক করা হয়েছে। সেই সঙ্গে একটি কাঠের নৌকাও জব্দ করা হয়েছে। আটক তাহের রহমান মোচনী এলাকার নবী আহমদের ছেলে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া সীমান্তে এ ঘটনা ঘটে। 

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, দমদমিয়া বিওপির বিশেষ একটি টহল দল জাদিমোড়া শরণার্থী ক্যাম্পসংলগ্ন জনৈক জসিমের বাড়ির সামনে কেওড়া বনে অভিযানে যায়। এ সময় একজনকে নৌকা থেকে কয়েকটি বস্তা লুকানোর চেষ্টা করতে দেখা যায়। 

তখন বিজিবির সদস্যরা চ্যালেঞ্জ করে নৌকার পাশে গিয়ে তাকে আটকের চেষ্টা করলে রামদা নিয়ে বিজিবির ওপর হামলার চেষ্টা চালান। পরে টহল দলের সদস্যরা মিলে তাঁকে আটক করেন। ঘটনাস্থল তল্লাশি করে ৩৫০ প্যাকেট রিচ কফি, ২০ প্যাকেট রয়েল টি ও একটি রামদা জব্দ করেন। পরে তাঁকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করে ঘটনাস্থলের কেওড়াগাছের গোড়ায় অভিনব কায়দায় লুকানো অবস্থা ১ দশমিক ৩১৩ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। 

তিনি আরও জানান, উদ্ধারকৃত চোরাই পণ্য ও কাঠের নৌকা টেকনাফ শুল্ক স্টেশনে জমা করে আইস, ইয়াবা, রামদাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। টেকনাফ পুলিশ জানিয়েছে, আজ বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত