Ajker Patrika

ঢাকায় ওলামা মাশায়েখ সম্মেলন করবে হেফাজত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তিসহ আরও কয়েকটি দাবি নিয়ে মাঠে নামছে হেফাজতে ইসলাম। আগামী ২৮ অক্টোবর ঢাকায় ওলামা মাশায়েখ সম্মেলন করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় হেফাজতের নবগঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। 

এ বিষয়ে সংগঠনের যুগ্ম-মহাসচিব মাওলানা মীর ইদ্রিস আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি সরকারের কাছে। ২৮ অক্টোবর ঢাকায় ওলামা মাশায়েখ সম্মেলন হবে। তবে স্থান এখনো ঠিক করা হয়নি।’ সম্মেলনের আগে যদি নেতা-কর্মীদের মুক্তি দেওয়া না হয়, তাহলে কঠোর কর্মসূচি আসবে বলে জানান তিনি। 

মাওলানা মীর ইদ্রিস আরও বলেন, ‘বৈঠকে জেলাসহ বিভিন্ন ইউনিটের কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া জেলায় শানে রিসালাত সম্মেলন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।’ 

হেফাজত ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহাসচিব শায়েখ সাজেদুর রহমান, মুফতি খলিলুর আহমাদ কাসেমী, মাওলানা মাহফুজুল হক, সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা আবদুল আউয়াল, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতি হাবীবুর রহমান কাসেমী, মুফতি মোবারক উল্লাহ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত