কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
টোল নিতে দেরি হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল প্লাজায় কর্মরত এক টোলকর্মীকে (কম্পিউটার অপারেটর) লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
গতকাল রোববার (২৬ জানুয়ারি) রাতে ওই ঘটনার সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচন- সমালোচনার ঝড় ওঠে।
অভিযুক্ত বিএনপি নেতার নাম নাজমুল মোস্তফা ওরফে আমিন। তিনি লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক। এ ছাড়া তিনি জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বলেও জানা গেছে।
সিসিটিভি ফুটেজে নাজমুল মোস্তফাকে টোলকর্মীর টি-শার্টের কলার ধরে টানতে এবং কম্পিউটারের মনিটরে আঘাত করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ বিএনপির নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে সাতকানিয়া উপজেলায় যাচ্ছিলেন। গাড়িগুলো ধীরে ধীরে টোল প্লাজা অতিক্রম করছিল। টোল নিতে দেরি হওয়ায় নাজমুল মোস্তফা গাড়ি থেকে নেমে টোল প্লাজার বুথে প্রবেশ করেন এবং এক টোলকর্মীর ওপর ক্ষুব্ধ হন। ওই সময় ওই টোলকর্মীকে শাসানোর পাশাপাশি তাঁর টি-শার্টের কলার ধরে লাঞ্ছিত করেন নাজমুল মোস্তফা। টোল প্লাজার বুথে থাকা কম্পিউটারের মনিটরে আঘাতও করেন তিনি। ঘটনার আকস্মিকতায় টোল বক্সে কর্তব্যরত অন্যান্য কর্মীরাও আতঙ্কিত হয়ে পড়েন।
এ বিষয়ে ইজারাদার প্রতিষ্ঠান সেল-ভ্যান জেভির প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ বলেন, এতে বড় ধরনের ক্ষতি না হলেও এ ধরনের আচরণ নিন্দনীয়। তিনি আরও বলেন, বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে (সওজ) জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাজমুল মোস্তফা আমিন মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘যানজটের কারণে আরও অনেক যাত্রীর সঙ্গে তাঁরা (টোলকর্মী) ঝগড়াঝাঁটি করছিলেন। আমি গাড়ি থেকে নেমে তাঁদের শান্ত করে ক্যাশ টাকা দিয়ে নামাজ পড়তে চলে যাই। জুমার নামাজ শেষের পথে তখন। আমি কাউকে লাঞ্ছিত বা মারধর করিনি এবং অনেকে বলছেন, আমি মেয়র সাহেবের সঙ্গে থাকা গাড়িতে ছিলাম। মেয়র সাহেব আসছেন এর দেড় ঘণ্টা পরে।’
টোল নিতে দেরি হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল প্লাজায় কর্মরত এক টোলকর্মীকে (কম্পিউটার অপারেটর) লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
গতকাল রোববার (২৬ জানুয়ারি) রাতে ওই ঘটনার সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচন- সমালোচনার ঝড় ওঠে।
অভিযুক্ত বিএনপি নেতার নাম নাজমুল মোস্তফা ওরফে আমিন। তিনি লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক। এ ছাড়া তিনি জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বলেও জানা গেছে।
সিসিটিভি ফুটেজে নাজমুল মোস্তফাকে টোলকর্মীর টি-শার্টের কলার ধরে টানতে এবং কম্পিউটারের মনিটরে আঘাত করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ বিএনপির নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে সাতকানিয়া উপজেলায় যাচ্ছিলেন। গাড়িগুলো ধীরে ধীরে টোল প্লাজা অতিক্রম করছিল। টোল নিতে দেরি হওয়ায় নাজমুল মোস্তফা গাড়ি থেকে নেমে টোল প্লাজার বুথে প্রবেশ করেন এবং এক টোলকর্মীর ওপর ক্ষুব্ধ হন। ওই সময় ওই টোলকর্মীকে শাসানোর পাশাপাশি তাঁর টি-শার্টের কলার ধরে লাঞ্ছিত করেন নাজমুল মোস্তফা। টোল প্লাজার বুথে থাকা কম্পিউটারের মনিটরে আঘাতও করেন তিনি। ঘটনার আকস্মিকতায় টোল বক্সে কর্তব্যরত অন্যান্য কর্মীরাও আতঙ্কিত হয়ে পড়েন।
এ বিষয়ে ইজারাদার প্রতিষ্ঠান সেল-ভ্যান জেভির প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ বলেন, এতে বড় ধরনের ক্ষতি না হলেও এ ধরনের আচরণ নিন্দনীয়। তিনি আরও বলেন, বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে (সওজ) জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাজমুল মোস্তফা আমিন মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘যানজটের কারণে আরও অনেক যাত্রীর সঙ্গে তাঁরা (টোলকর্মী) ঝগড়াঝাঁটি করছিলেন। আমি গাড়ি থেকে নেমে তাঁদের শান্ত করে ক্যাশ টাকা দিয়ে নামাজ পড়তে চলে যাই। জুমার নামাজ শেষের পথে তখন। আমি কাউকে লাঞ্ছিত বা মারধর করিনি এবং অনেকে বলছেন, আমি মেয়র সাহেবের সঙ্গে থাকা গাড়িতে ছিলাম। মেয়র সাহেব আসছেন এর দেড় ঘণ্টা পরে।’
২ বছরের শিশু মাশরিফ বাড়ির উঠোনে একা খেলা করছিল। হঠাৎ করে একটি কুকুর এসে তাকে এলোপাতাড়ি কামড়াতে থাকে। পরে তার ডাক চিৎকারে স্বজনরা এসে উদ্ধার করলেও ততক্ষণে মাসরিফের শারীরিক অবস্থা হয়ে পড়ে আশঙ্কাজনক।
১ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলায় খেলতে গিয়ে খাট থেকে পড়ে আয়শা (১৯ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
৩৫ মিনিট আগেকক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে অবৈধভাবে চলাচল করার অপরাধে ২৮টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হিমছড়ি পুলিশ ফাঁড়ির চেকপোস্টে ট্রাফিক পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
১ ঘণ্টা আগেঢাকার কেরানীগঞ্জে ফেনসিডিলসহ বিএনপি নেতার ছেলে ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হিজলতলা কামারপাড়া এলাকায় একটি চিহ্নিত মাদক স্পট থেকে তাঁদের...
১ ঘণ্টা আগে