নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে অর্ধ শতাধিকেরও বেশি কিশোর গ্যাং সক্রিয়। যাঁরা মূলত আধিপত্য বিস্তার, ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিং এমনকি হত্যার মতো ঘটনায় জড়িয়ে পড়ছে। এরা ইয়াবা-ফেনসিডিলসহ নানা মাদকদ্রব্য সেবন করছে। আধিপত্য বিস্তারে ব্যবহার করছে অবৈধ অস্ত্র।
আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম। এর আগে নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ‘ডট গ্যাং’ নামে এক কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করেছে র্যাব সদস্যরা।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম বলেন, ‘দেশে কিছু অপসংস্কৃতির প্রভাব ঘটেছে, তাঁর একটি হচ্ছে কিশোর গ্যাং। অন্যান্য জেলার মতো চট্টগ্রাম মহানগরীতে কিশোর গ্যাং এর আধিপত্য রয়েছে। এর প্রেক্ষিতে কিশোর গ্যাংয়ের ওপর নজরদারি রাখা শুরু করি। এই পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে ৫০ এর অধিক কিশোর গ্যাং শনাক্ত করা হয়েছে।’
মাহবুব আলম বলেন, ‘এসব গ্যাং এর মধ্যে ‘ডট গ্যাং’ বা ‘সুপ্রীমেসি গ্যাং’ নামে একটিকে শনাক্ত করা হয়। যাঁদের বিভিন্ন কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শেয়ার হয়ে থাকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের ওপর কয়েক দিন ধরে নজরদারির পর এই গ্যাং এর প্রধানসহ সাতজনকে আটক করা হয়।’
র্যাব-৭ অধিনায়ক আরও বলেন, ‘দেড় বছর আগে এই গ্যাং তৈরি হয়। এই গ্রুপের আনুমানিক সদস্য সংখ্যা ৪০ জন। মারামারিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এই গ্রুপটি দ্বারা পরিচালনা হতো। গ্রুপটির বেশির ভাগ সদস্যই ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী। এরা চট্টগ্রামে বিভিন্ন স্বনামধন্য স্কুলের ছাত্র।’
তিনি বলেন, ‘আটকদের সবাই চট্টগ্রামের একটি কোচিং সেন্টারের নিয়মিত ছাত্র ছিল। সেখানে থেকে তাঁদের সবার সঙ্গে পরিচয়। একসঙ্গে চলাফেরা ও আড্ডা দেওয়া শুরু হয়। আড্ডা দেওয়ার সময় কথিত একটি গ্রুপ তাঁদের কাজ কর্মে বাধা দিতে থাকে। অনেক মারধরও করে। মূলত এখান থেকেই ‘ডট গ্যাং’ গ্রুপটির সৃষ্টি ও কার্যক্রম শুরু হয়। গ্যাং প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মকাণ্ডগুলো শেয়ার করতেন। এই গ্যাংটির বিরুদ্ধে একটি ফেসবুক আইডি খুলে তাঁদের বিভিন্ন অপকর্মের স্থির চিত্র এবং ভিডিও চিত্র ধারণ করে আপলোড করার অভিযোগ রয়েছে।’
সংবাদ সম্মেলনে র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘সমাজের কিছু প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এরা চলে। মূলত তাঁদের কারণে কিশোর গ্যাং এর সদস্যরা বিপথে চলে যাচ্ছে। আর্থিক সহায়তা দিয়ে এই কিশোর গ্যাংটিকে সহযোগিতা করে বিভিন্ন কাজে লাগায় কথিত বড় ভাইয়েরা।’
তিনি জানান, ‘র্যাবের প্রাথমিক তদন্তে কিশোর গ্যাং এর সঙ্গে তথাকথিত কিছু বড় ভাইদের বিষয়ে অনেক তথ্য পেয়েছি। এদের কেউ প্রভাবশালী, কেউ রাজনীতিবিদ। তবে যেহেতু তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে, তদন্ত শেষে পরে তাঁদের সংশ্লিষ্টতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামে অর্ধ শতাধিকেরও বেশি কিশোর গ্যাং সক্রিয়। যাঁরা মূলত আধিপত্য বিস্তার, ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিং এমনকি হত্যার মতো ঘটনায় জড়িয়ে পড়ছে। এরা ইয়াবা-ফেনসিডিলসহ নানা মাদকদ্রব্য সেবন করছে। আধিপত্য বিস্তারে ব্যবহার করছে অবৈধ অস্ত্র।
আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম। এর আগে নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ‘ডট গ্যাং’ নামে এক কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করেছে র্যাব সদস্যরা।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম বলেন, ‘দেশে কিছু অপসংস্কৃতির প্রভাব ঘটেছে, তাঁর একটি হচ্ছে কিশোর গ্যাং। অন্যান্য জেলার মতো চট্টগ্রাম মহানগরীতে কিশোর গ্যাং এর আধিপত্য রয়েছে। এর প্রেক্ষিতে কিশোর গ্যাংয়ের ওপর নজরদারি রাখা শুরু করি। এই পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে ৫০ এর অধিক কিশোর গ্যাং শনাক্ত করা হয়েছে।’
মাহবুব আলম বলেন, ‘এসব গ্যাং এর মধ্যে ‘ডট গ্যাং’ বা ‘সুপ্রীমেসি গ্যাং’ নামে একটিকে শনাক্ত করা হয়। যাঁদের বিভিন্ন কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শেয়ার হয়ে থাকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের ওপর কয়েক দিন ধরে নজরদারির পর এই গ্যাং এর প্রধানসহ সাতজনকে আটক করা হয়।’
র্যাব-৭ অধিনায়ক আরও বলেন, ‘দেড় বছর আগে এই গ্যাং তৈরি হয়। এই গ্রুপের আনুমানিক সদস্য সংখ্যা ৪০ জন। মারামারিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এই গ্রুপটি দ্বারা পরিচালনা হতো। গ্রুপটির বেশির ভাগ সদস্যই ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী। এরা চট্টগ্রামে বিভিন্ন স্বনামধন্য স্কুলের ছাত্র।’
তিনি বলেন, ‘আটকদের সবাই চট্টগ্রামের একটি কোচিং সেন্টারের নিয়মিত ছাত্র ছিল। সেখানে থেকে তাঁদের সবার সঙ্গে পরিচয়। একসঙ্গে চলাফেরা ও আড্ডা দেওয়া শুরু হয়। আড্ডা দেওয়ার সময় কথিত একটি গ্রুপ তাঁদের কাজ কর্মে বাধা দিতে থাকে। অনেক মারধরও করে। মূলত এখান থেকেই ‘ডট গ্যাং’ গ্রুপটির সৃষ্টি ও কার্যক্রম শুরু হয়। গ্যাং প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মকাণ্ডগুলো শেয়ার করতেন। এই গ্যাংটির বিরুদ্ধে একটি ফেসবুক আইডি খুলে তাঁদের বিভিন্ন অপকর্মের স্থির চিত্র এবং ভিডিও চিত্র ধারণ করে আপলোড করার অভিযোগ রয়েছে।’
সংবাদ সম্মেলনে র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘সমাজের কিছু প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এরা চলে। মূলত তাঁদের কারণে কিশোর গ্যাং এর সদস্যরা বিপথে চলে যাচ্ছে। আর্থিক সহায়তা দিয়ে এই কিশোর গ্যাংটিকে সহযোগিতা করে বিভিন্ন কাজে লাগায় কথিত বড় ভাইয়েরা।’
তিনি জানান, ‘র্যাবের প্রাথমিক তদন্তে কিশোর গ্যাং এর সঙ্গে তথাকথিত কিছু বড় ভাইদের বিষয়ে অনেক তথ্য পেয়েছি। এদের কেউ প্রভাবশালী, কেউ রাজনীতিবিদ। তবে যেহেতু তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে, তদন্ত শেষে পরে তাঁদের সংশ্লিষ্টতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং জহুরুল হক বিমান ঘাঁটিতে জ্বালানি তেল সরবরাহের জন্য পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্ট মাসে এই পাইপলাইনের কমিশনিং হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রকল্পের প্রকল্প পরিচালক ও পদ্মা অয়েল কোম্পানির সহকারী...
৩ ঘণ্টা আগেসাতক্ষীরায় মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি সেতু ধসে পড়েছে। এতে সদর ও আশাশুনি উপজেলার অন্তত ২৫টি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সেতুর নিচ দিয়ে অপরিকল্পিতভাবে নদী খনন এবং নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করায় এমন বিপর্যয় ঘটেছে।
৩ ঘণ্টা আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা চলছে পরিত্যক্তঘোষিত এক ভবনে। সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিতে এখনো রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চলছে।
৩ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
৩ ঘণ্টা আগে