Ajker Patrika

সীতাকুণ্ডে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২৪, ১৪: ২৭
সীতাকুণ্ডে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইঞ্জিনসহ লাইনচ্যুত হয়েছে তেলবাহী ট্রেনের তিনটি বগি। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার ফৌজদারহাট রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রেনের লুপ লাইনে লাইনচ্যুত হওয়ার কারণে কোনো হতাহতের ঘটনা ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।

ফৌজদারহাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বনাথ চন্দ্র পণ্ডিত আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এএসআই বিশ্বনাথ চন্দ্র পণ্ডিত বলেন, চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি সকালে ফৌজদারহাট স্টেশনে আসে। সেখান থেকে ট্রেনটি ঘুরিয়ে লুপ লাইন থেকে মূল লাইনে ওঠানোর সময় ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার তিন ঘণ্টা পর চট্টগ্রাম থেকে একটি ইঞ্জিন এসে লাইনচ্যুত হওয়া বগি ও ইঞ্জিন রেখে বাকি বগিগুলো উদ্ধার করে নিয়ে যায়।

ফৌজদারহাট রেলস্টেশনের মাস্টার নিতীশ চাকমা বলেন, ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়া ট্রেনটিতে ৩৪টি ওয়াগণ ছিল। প্রতিটি ওয়াগন ছিল ফার্নেস ওয়েলে ভর্তি। ওই ট্রেনটি হাটহাজারী হয়ে দোহাজারী যাওয়ার কথা ছিল, কিন্তু বন্দর থেকে মূল লাইনে ওঠার পর ঘুরাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। পরে রেলের উদ্ধারকর্মীরা এসে ৩২টি বগি উদ্ধার করে চট্টগ্রাম নিয়ে যান। লাইনচ্যুত হওয়া ইঞ্জিন ও বগিগুলো এখনো পড়ে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত