Ajker Patrika

অস্ত্র ও পুলিশের নকল আইডিসহ গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি
অস্ত্র ও পুলিশের নকল আইডিসহ গ্রেপ্তার ১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম বাদশা ফাহাদ (২৩)। এ সময় তাঁর কাছ থেকে পুলিশ কনস্টেবলের একটি নকল আইডি কার্ড জব্দ করা হয়। 

আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সুলতানপুর রমনিরহাট দক্ষিণ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

বাদশা ফাহাদের বাড়ি বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে। 

জব্দকৃত পাইপগান, ব্লেড, আইডি কার্ড। ছবি: সংগৃহীতপুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আলাইয়ারপুর ইউনিয়নে টহল দিচ্ছিল বেগমগঞ্জ থানার একদল পুলিশ। এ সময় সুলতানপুর রমনীর হাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে আসতে দেখলে একটি মোটরসাইকেল গতিরোধ করার চেষ্টা করে পুলিশ। 

পরে বাদশা ফাহাদ মোটরসাইকেল থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি পাইপগান, ব্লেড, একটি মোটরসাইকেল ও পুলিশ কনস্টেবলের একটি নকল আইডি কার্ড জব্দ করা হয়। 

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত