নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম বাদশা ফাহাদ (২৩)। এ সময় তাঁর কাছ থেকে পুলিশ কনস্টেবলের একটি নকল আইডি কার্ড জব্দ করা হয়।
আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সুলতানপুর রমনিরহাট দক্ষিণ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বাদশা ফাহাদের বাড়ি বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আলাইয়ারপুর ইউনিয়নে টহল দিচ্ছিল বেগমগঞ্জ থানার একদল পুলিশ। এ সময় সুলতানপুর রমনীর হাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে আসতে দেখলে একটি মোটরসাইকেল গতিরোধ করার চেষ্টা করে পুলিশ।
পরে বাদশা ফাহাদ মোটরসাইকেল থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি পাইপগান, ব্লেড, একটি মোটরসাইকেল ও পুলিশ কনস্টেবলের একটি নকল আইডি কার্ড জব্দ করা হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম বাদশা ফাহাদ (২৩)। এ সময় তাঁর কাছ থেকে পুলিশ কনস্টেবলের একটি নকল আইডি কার্ড জব্দ করা হয়।
আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সুলতানপুর রমনিরহাট দক্ষিণ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বাদশা ফাহাদের বাড়ি বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আলাইয়ারপুর ইউনিয়নে টহল দিচ্ছিল বেগমগঞ্জ থানার একদল পুলিশ। এ সময় সুলতানপুর রমনীর হাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে আসতে দেখলে একটি মোটরসাইকেল গতিরোধ করার চেষ্টা করে পুলিশ।
পরে বাদশা ফাহাদ মোটরসাইকেল থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি পাইপগান, ব্লেড, একটি মোটরসাইকেল ও পুলিশ কনস্টেবলের একটি নকল আইডি কার্ড জব্দ করা হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে তাঁর ক্যাম্পাসের সামনেই নৃশংসভাবে কুপিয়ে, পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অ-ছাত্র, কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের মধ্যে ১১ জনকে শনাক্ত করেছে পুলিশ।
২ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে এবার কাঁথা–বালিশ নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
১০ মিনিট আগেপাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ আটক হওয়ার পর কৌশলে পালিয়ে গেছেন কৃষক দলের এক নেতা। আজ সোমবার দুপুরে পৌর শহরের জারদিস মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম হোসেন ভাঙ্গুরা উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক।
১৩ মিনিট আগেফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
২২ মিনিট আগে