Ajker Patrika

ওয়াসার অনিয়ম দেখতে চট্টগ্রামে আসছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ওয়াসার অনিয়ম দেখতে চট্টগ্রামে আসছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক

ওয়াসার অনিয়ম তদন্তে চট্টগ্রাম আসছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান। বিভিন্ন গণমাধ্যমে ওয়াসার অনিয়মের তথ্য প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি সরেজমিন চট্টগ্রামে আসছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তাফা স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাভুক্ত চট্টগ্রাম ওয়াসা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে আগামী ৭ সেপ্টেম্বর শনিবার তদন্ত ও পরিদর্শন করবেন মহাপরিচালক মো. মাহমুদুল হাসান। এক সপ্তাহ ধরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহর পদত্যাগের দাবিতে আন্দোলন করছে সাধারণ গ্রাহকসহ বিভিন্ন সংগঠন। এসব সংগঠনের পক্ষ থেকে আন্দোলনের একপর্যায়ে পদ থেকে সরে যেতে এমডিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। তবে তাতেও পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় তিনি।

এ নিয়ে গণমাধ্যমেও বিভিন্ন বক্তব্য দেন এমডি। যেখানে তিনি বলেন, সরকার তাঁকে (এমডি) বসিয়েছে এবং সরকার যখন সরে যেতে বলবে, তখনই তিনি সরে যাবেন। সর্বশেষ ওয়াসা কর্তৃপক্ষ ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম ওয়াসায় অনিয়ম তদন্তে আসছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত