কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক রোহিঙ্গাসহ ৫৫ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাঁট দিয়ে তাঁদের ফেরত আনা হয়। এর মধ্যে ১৩ জন বাংলাদেশি ও ৪২ জন রোহিঙ্গা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে নেমে বিভিন্ন সময়ে এসব জেলে আরাকান আর্মির হাতে আটক হন। আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে বিজিবি আটক জেলেদের ফেরত আনতে সক্ষম হয়।
ইউএনও বলেন, তাঁদের প্রাথমিক চিকিৎসা ও তথ্য যাচাই-বাছাই চলছে। এরপর তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে বিভিন্ন সময়ে আটক আরও ১৩৪ জন জেলে বিজিবি ফিরিয়ে আনে।
বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, গত ৮ ডিসেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্য দখলের পর নাফ নদী ও বঙ্গোপসাগরের বাংলাদেশের সঙ্গে থাকা ২৭১ কিলোমিটার জল ও স্থল সীমান্ত আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। এ সময়ের মধ্যে আরাকান আর্মি ১৫১ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায়। বিভিন্ন সময় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে জেলেদের ফেরত আনা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ৮ এপ্রিল টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমার মৌলভীরশীল এলাকা থেকে অস্ত্রের মুখে চারটি ফিশিং বোটসহ ২৩ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। নাফ নদী ও সাগর থেকে ট্রলারসহ জেলে অপহরণের ঘটনাও বেড়েছে। ভুক্তভোগীরা এসব ঘটনার জন্য আরাকান আর্মিকে দায়ী করে আসছেন।
কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক রোহিঙ্গাসহ ৫৫ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাঁট দিয়ে তাঁদের ফেরত আনা হয়। এর মধ্যে ১৩ জন বাংলাদেশি ও ৪২ জন রোহিঙ্গা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে নেমে বিভিন্ন সময়ে এসব জেলে আরাকান আর্মির হাতে আটক হন। আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে বিজিবি আটক জেলেদের ফেরত আনতে সক্ষম হয়।
ইউএনও বলেন, তাঁদের প্রাথমিক চিকিৎসা ও তথ্য যাচাই-বাছাই চলছে। এরপর তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে বিভিন্ন সময়ে আটক আরও ১৩৪ জন জেলে বিজিবি ফিরিয়ে আনে।
বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, গত ৮ ডিসেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্য দখলের পর নাফ নদী ও বঙ্গোপসাগরের বাংলাদেশের সঙ্গে থাকা ২৭১ কিলোমিটার জল ও স্থল সীমান্ত আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। এ সময়ের মধ্যে আরাকান আর্মি ১৫১ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায়। বিভিন্ন সময় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে জেলেদের ফেরত আনা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ৮ এপ্রিল টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমার মৌলভীরশীল এলাকা থেকে অস্ত্রের মুখে চারটি ফিশিং বোটসহ ২৩ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। নাফ নদী ও সাগর থেকে ট্রলারসহ জেলে অপহরণের ঘটনাও বেড়েছে। ভুক্তভোগীরা এসব ঘটনার জন্য আরাকান আর্মিকে দায়ী করে আসছেন।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৪ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৪ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৪ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৫ ঘণ্টা আগে