Ajker Patrika

আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজার প্রতিনিধি
আরকান আর্মির হাতে আটক ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি। ছবি:আজকের পত্রিকা
আরকান আর্মির হাতে আটক ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি। ছবি:আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক রোহিঙ্গাসহ ৫৫ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাঁট দিয়ে তাঁদের ফেরত আনা হয়। এর মধ্যে ১৩ জন বাংলাদেশি ও ৪২ জন রোহিঙ্গা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে নেমে বিভিন্ন সময়ে এসব জেলে আরাকান আর্মির হাতে আটক হন। আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে বিজিবি আটক জেলেদের ফেরত আনতে সক্ষম হয়।

ইউএনও বলেন, তাঁদের প্রাথমিক চিকিৎসা ও তথ্য যাচাই-বাছাই চলছে। এরপর তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে বিভিন্ন সময়ে আটক আরও ১৩৪ জন জেলে বিজিবি ফিরিয়ে আনে।

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, গত ৮ ডিসেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্য দখলের পর নাফ নদী ও বঙ্গোপসাগরের বাংলাদেশের সঙ্গে থাকা ২৭১ কিলোমিটার জল ও স্থল সীমান্ত আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। এ সময়ের মধ্যে আরাকান আর্মি ১৫১ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায়। বিভিন্ন সময় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে জেলেদের ফেরত আনা হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ৮ এপ্রিল টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমার মৌলভীরশীল এলাকা থেকে অস্ত্রের মুখে চারটি ফিশিং বোটসহ ২৩ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। নাফ নদী ও সাগর থেকে ট্রলারসহ জেলে অপহরণের ঘটনাও বেড়েছে। ভুক্তভোগীরা এসব ঘটনার জন্য আরাকান আর্মিকে দায়ী করে আসছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত