Ajker Patrika

বাসের চাপায় পিষ্ট হয়ে যুবক নিহত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
বাসের চাপায় পিষ্ট হয়ে যুবক নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাসের চাপায় পিষ্ট হয়ে মো. ওসমান (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার ফটিকছড়ি-রামগড় সড়কের নারায়ণহাট ইউনিডপনা ভাঙ্গা পুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান ভুজপুর ইউনিয়নের জঙ্গল কৈয়াপুকিয়া এলাকার বাসিন্দা মুহাম্মদ এনামের ছেলে। ঘটনায় আহত আরও এক যুবকের অবস্থা গুরুতর। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তার ভাই ভুজপুর বাজারের টাইলস মিস্ত্রি মোশারফ হোসেন বলেন, ‘উপজেলার হেয়াকো সড়কের-নারায়ণহাট এলাকায় একটি বাস উল্টো দিক থেকে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে ওসমানের মৃত্যু হয়। আহত অন্যজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া পাঠানো হয়েছে। তবে ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, বাসের চাপায় ওসমান নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যায়। বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত