Ajker Patrika

ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিস ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১ 

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিস ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১ 

ফেনীর ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুর মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার মামলার পর উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রাম থেকে রাকিবুল হাসান শুভ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। 

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিগত বেশ কিছুদিন ধরে ছাগলনাইয়া পৌর শহরসহ পুরো উপজেলায় ভয়াবহ লোডশেডিং চলছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বাসা বাড়ি ও মসজিদে পানির সংকট দেখা দেয়। ইফতার, তারাবি, সাহরি ও নামাজের সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তি পড়েন এলাকাবাসী। কিন্তু সংশ্লিষ্ট বিভাগের এ নিয়ে কোনো উদ্যোগ না নেওয়া ক্ষিপ্ত হন এলাকাবাসী। 

এরই প্রেক্ষিতে গত রোববার রাত পৌনে ৮টা দিকে মিছিল নিয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালান এলাকাবাসী। পরে ভয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান। পরে ছাগলনাইয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে। একপর্যায়ে জনগণ ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে অবস্থান নিলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের হস্তক্ষেপে লোকজন সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

এই ঘটনায় ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জানে আলম বাদী হয়ে গতকাল সোমবার অজ্ঞাতনামা চার শ জনকে আসামি করে মামলা করেন। 

ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় বলেন, ‘এ হামলার ঘটনায় অজ্ঞাতনামা চার শ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার পর থেকে আসামিদের চিহ্নিত করা ও গ্রেপ্তার করার অভিযান অব্যাহত আছে। এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত