নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম যাওয়ার পথে অনিয়ম পেয়ে ট্রেন টিকিট পরীক্ষকের (টিটিই) কাজ করেছেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার। এ সময় তিনি বেশ কয়েকজন অবৈধ যাত্রীর কাছ থেকে প্রায় ৪ হাজার টাকা জরিমানা করেন।
আজ মঙ্গলবার সকালে পূর্বাঞ্চলে চলাচল করা সোনার বাংলা ট্রেনে চট্টগ্রাম আসার পথে এসব জরিমানা করেন তিনি।
জানা যায়, চট্টগ্রামে শুরু হওয়া বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন জিএম অসীম কুমার তালুকদার। সকাল ৭টায় কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে ওঠেন। কয়েকটি বগি ঘুরে অনিয়স পেয়ে নিজেই চেকিংয়ে নেমে পড়েন।
অসীম কুমার তালুকদার বলেন, ‘চেকিংয়ের শুরুতেই প্রথমেই এক যাত্রী পেলাম, ব্রাক্ষনবাড়িয়া যাবেন। এই স্টেশনের যাত্রীরা মাঝে মাঝেই নাকি এরকম পাগলামি করেন। টিকিট কাটতে কমপক্ষে ৫৬০ টাকা দরকার, তার আছে ১০০ টাকা। বাধ্য হয়ে কোনো এক ক্রসিং এ নামিয়ে দিলাম তাকে।’
তিনি আরও বলেন, ‘পিতৃতুল্য একজন বৃদ্ধযাত্রী পেলাম। কয়েকদিন আগে কোমরে অপারেশন হয়েছে। আমরা তাঁর আশু রোগ মুক্তির জন্য দোয়া করলাম। তিনিও মাথায় হাত রেখে দোয়া করলেন। অদ্ভুত ভালো লাগা কাজ করল। এরপর তিনটি টিকিট ডুপ্লিকেট পেলাম একই আইডিতে কেনা। বিচার বিশ্লেষণ করে দেখলাম যে, একটি গ্ৰুপ টিকেট রেফান্ড করার পর পুনরায় সেই টিকিট নিয়ে ট্রেনে উঠছেন। অন্য গ্ৰুপ ওরিজিনাল টিকিট নিয়ে ট্রেনে উঠেছেন। দুই নারী প্রথমে টিকেট কাটতে অস্বীকৃতি জানালেও বুঝিয়ে বলার পর টিকেট কাটতে সম্মত হন। তবে টাকা না থাকায় বিকাশে টাকা নেওয়া হয়।’
রেলওয়ের জিএম বলেন, ‘অনবোর্ডের এক স্টুয়ার্ড একজন অবৈধ যাত্রী বহন করায় তাকে ৮১০ টাকা জরিমানা করা হয়। দুজন ধুমপায়ী পেলাম। এসির করিডোরে মহাআনন্দে সিগারেট ফুঁকছিলেন। জরিমানার কথা তুলতেই চুপসে গেলেন, সতর্ক করে ছেড়ে দিলাম।’
অসীম কুমার তালুকদর আরও বলেন, ‘টিকিট বিহীন ছয় যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করা হয় ৩ হাজার ৭৮০ টাকা। আখাউড়া এসে পরিদর্শন কার্যক্রম শেষ করলাম।’
চট্টগ্রাম যাওয়ার পথে অনিয়ম পেয়ে ট্রেন টিকিট পরীক্ষকের (টিটিই) কাজ করেছেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার। এ সময় তিনি বেশ কয়েকজন অবৈধ যাত্রীর কাছ থেকে প্রায় ৪ হাজার টাকা জরিমানা করেন।
আজ মঙ্গলবার সকালে পূর্বাঞ্চলে চলাচল করা সোনার বাংলা ট্রেনে চট্টগ্রাম আসার পথে এসব জরিমানা করেন তিনি।
জানা যায়, চট্টগ্রামে শুরু হওয়া বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন জিএম অসীম কুমার তালুকদার। সকাল ৭টায় কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে ওঠেন। কয়েকটি বগি ঘুরে অনিয়স পেয়ে নিজেই চেকিংয়ে নেমে পড়েন।
অসীম কুমার তালুকদার বলেন, ‘চেকিংয়ের শুরুতেই প্রথমেই এক যাত্রী পেলাম, ব্রাক্ষনবাড়িয়া যাবেন। এই স্টেশনের যাত্রীরা মাঝে মাঝেই নাকি এরকম পাগলামি করেন। টিকিট কাটতে কমপক্ষে ৫৬০ টাকা দরকার, তার আছে ১০০ টাকা। বাধ্য হয়ে কোনো এক ক্রসিং এ নামিয়ে দিলাম তাকে।’
তিনি আরও বলেন, ‘পিতৃতুল্য একজন বৃদ্ধযাত্রী পেলাম। কয়েকদিন আগে কোমরে অপারেশন হয়েছে। আমরা তাঁর আশু রোগ মুক্তির জন্য দোয়া করলাম। তিনিও মাথায় হাত রেখে দোয়া করলেন। অদ্ভুত ভালো লাগা কাজ করল। এরপর তিনটি টিকিট ডুপ্লিকেট পেলাম একই আইডিতে কেনা। বিচার বিশ্লেষণ করে দেখলাম যে, একটি গ্ৰুপ টিকেট রেফান্ড করার পর পুনরায় সেই টিকিট নিয়ে ট্রেনে উঠছেন। অন্য গ্ৰুপ ওরিজিনাল টিকিট নিয়ে ট্রেনে উঠেছেন। দুই নারী প্রথমে টিকেট কাটতে অস্বীকৃতি জানালেও বুঝিয়ে বলার পর টিকেট কাটতে সম্মত হন। তবে টাকা না থাকায় বিকাশে টাকা নেওয়া হয়।’
রেলওয়ের জিএম বলেন, ‘অনবোর্ডের এক স্টুয়ার্ড একজন অবৈধ যাত্রী বহন করায় তাকে ৮১০ টাকা জরিমানা করা হয়। দুজন ধুমপায়ী পেলাম। এসির করিডোরে মহাআনন্দে সিগারেট ফুঁকছিলেন। জরিমানার কথা তুলতেই চুপসে গেলেন, সতর্ক করে ছেড়ে দিলাম।’
অসীম কুমার তালুকদর আরও বলেন, ‘টিকিট বিহীন ছয় যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করা হয় ৩ হাজার ৭৮০ টাকা। আখাউড়া এসে পরিদর্শন কার্যক্রম শেষ করলাম।’
কোটি টাকা লেনদেনে ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পশুর হাট ইজারায় ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে সমঝোতার অভিযোগ উঠেছে পৌর প্রশাসন ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। সমঝোতার একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।
৬ ঘণ্টা আগেরাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ২১ দিনে গ্রেপ্তার করা হয়েছে সাড়ে ১২ হাজার জনকে। কিন্তু কোনো শীর্ষ সন্ত্রাসী বা দাগি অপরাধী ধরা পড়েনি। আবার উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছুরি, রামদা, লাঠি, রডই বেশি; আগ্নেয়াস্ত্র মাত্র ৩৯টি। এর মধ্যে গত বছরের আগস্টে পুলিশের লুট হওয়া...
৬ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীর শরীফ হোসেন (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নয়, মারা গেছেন টঙ্গীতে নির্মাণকাজের সময় বিদ্যুতায়িত হয়ে। এ ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদিন ওরফে জয়নাল বাবুর্চি অর্থ নিয়ে আপসও করেছিলেন। পরে এক ব্যক্তি সরকার থেকে অনেক টাকা পাওয়ার লোভ দেখালে...
৭ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশালে জনস্বাস্থ্য কার্যালয়ের নলকূপ স্থাপন প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তারা সরাসরি অতিরিক্ত টাকা নেওয়ার পাশাপাশি তাঁদের অনুগত স্থানীয় ঠিকাদারের প্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, নৈশপ্রহরীর স্বামী, নলকূপ বিক্রেতাসহ এলাকাভিত্তিক বেশ কয়েকজনের মাধ্যমে...
৭ ঘণ্টা আগে