Ajker Patrika

৬ গণমাধ্যম কর্মীর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
Thumbnail image

রাঙামাটি প্রেস ক্লাবের ছয় গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাঘাইছড়ি প্রেসক্লাব কর্মরত সকল সাংবাদিকদের পক্ষে থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনসহ, বাঘাইছড়িতে কর্মরত সকল সাংবাদিক ও পরিবারের স্বজনেরা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 

মানববন্ধনে বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহার করতে প্রশাসনের কাছে জোর দাবি করেন। তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশ টেলিভিশনের রাঙামাটি জেলা প্রতিনিধি জাহেদা কামালকে বিভিন্নভাবে অত্যাচার-নির্যাতন করে তাঁর স্বামী মোস্তফা কামালের বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে একটি মহল। এর বিরুদ্ধে সাংবাদিক মো. সোলায়মান, আলমগীর মানিক, জাহেদা কামাল, মাসুদ পারভেজ নির্জন, শহিদুল ইসলাম হৃদয় এবং মো. সাব্বির এই ছয় সাংবাদিক প্রতিবাদ করেন। একই সঙ্গে তারা সংবাদ প্রচার করেন। এরই পরিপ্রেক্ষিতে একটি মহলের ইন্ধনে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়। 

বক্তারা আরও বলেন, যত দিন পর্যন্ত সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না করা হবে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত