Ajker Patrika

সীতাকুণ্ডে পৃথক অভিযানে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ১৭: ৫৫
সীতাকুণ্ডে পৃথক অভিযানে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ২০০ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের টেকপাড়া এলাকার মো. সুলতানের মেয়ে রেহেনা আক্তার (৩৫) ও কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার নরপায়া এলাকার মৃত রফিকের ছেলে সুজন প্রকাশ ইমন (২৫)।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে বুধবার রাত ৮টায় পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় উপপরিদর্শক (এসআই) আশরাফ ছিদ্দিকীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় রেহেনা আক্তারের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁর হাতে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৫০০ ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে মহাসড়কের সেখানে রাত সাড়ে ৮টায় পৃথক অভিযান পরিচালনা করেন উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ। অভিযানকালে তল্লাশি চালিয়ে ৭০০ ইয়াবাসহ ইমনকে গ্রেপ্তার করেন তিনি। মাদকদ্রব্য পাচার আইনে মামলা করার পর গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত