Ajker Patrika

রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 
রাঙ্গুনিয়া নেতা মো. নুরুল ইসলাম তালুকদার। ছবি: সংগৃহীত
রাঙ্গুনিয়া নেতা মো. নুরুল ইসলাম তালুকদার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল গ্রামের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম তালুকদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে তাঁর ওপর হামলা হয়। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দারা জানায়, গতকাল রাতে একদল দুর্বৃত্ত নুরুল ইসলামের ওপর অতর্কিত হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এরপর স্বজনেরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতকাল রাতে একদল দুর্বৃত্ত তাঁকে কুপিয়েছে বলে খবর পেয়েছি। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত