নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের মিরসরাইয়ে পাঁচ বছরের শিশু কাজী মশিউর রহমান ওয়াসিম হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল আউয়ালের আদালত সাড়ে ১৩ বছর আগের চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় দেন।
দণ্ডিত ব্যক্তি কাজী নাহিদ হোসেন পল্লব (৪৩) চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া কাজী বাড়ি এলাকার ফজলুল কবিরের ছেলে।
চট্টগ্রাম জেলা ও দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত কাজী নাহিদ হোসেন পল্লবকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তাঁর ভাই ইকবাল হোসেন বিপ্লবের (৪৫) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দিয়েছেন। এই মামলায় বাবা-মাও আসামি ছিলেন। বিচার চলাকালে তাঁরা মারা যাওয়ায় তাঁদের এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১০ সালে ২২ নভেম্বর চট্টগ্রামের মিরসরাইয়ে মঘাদিয়া কাজী বাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে ওয়াসিমকে শ্বাসরোধ হত্যা করা হয়। পরে আসামি সিগারেটের আগুনের ছ্যাঁকা দিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরদিন শিশুটির লাশ এলাকাটির একটি ধানখেতে বস্তাবন্দী অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় পরদিন ওয়াসিমের চাচা কাজী একরামুল হক বাদী হয়ে মিরসরাই থানায় প্রতিবেশী কাজী নাহিদ হোসেন পল্লবকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত ওয়াসিম ওই এলাকার প্রবাসী কাজী মোশাররফ হোসেন বাবলুর ছেলে। পুলিশ এ ঘটনায় জড়িত পল্লবকে গ্রেপ্তার করার পর তিনি আদালতে হত্যায় দায় স্বীকার করে জবানবন্দি দেন।
২০১৩ সালে মামলার তদন্ত কর্মকর্তা এই হত্যাকাণ্ডে পল্লব, তাঁর ভাই বিপ্লব ও তাঁদের বাবা-মাকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। মোট ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রোববার আদালত চাঞ্চল্যকর এই মামলাটির রায় দেন।
অতিরিক্ত জেলা পিপি অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন বলেন, রায়ের সময় আসামিকে কারাগার থেকে চট্টগ্রাম আদালতে আনা হয়। রায় শেষে পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে পাঁচ বছরের শিশু কাজী মশিউর রহমান ওয়াসিম হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল আউয়ালের আদালত সাড়ে ১৩ বছর আগের চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় দেন।
দণ্ডিত ব্যক্তি কাজী নাহিদ হোসেন পল্লব (৪৩) চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া কাজী বাড়ি এলাকার ফজলুল কবিরের ছেলে।
চট্টগ্রাম জেলা ও দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত কাজী নাহিদ হোসেন পল্লবকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তাঁর ভাই ইকবাল হোসেন বিপ্লবের (৪৫) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দিয়েছেন। এই মামলায় বাবা-মাও আসামি ছিলেন। বিচার চলাকালে তাঁরা মারা যাওয়ায় তাঁদের এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১০ সালে ২২ নভেম্বর চট্টগ্রামের মিরসরাইয়ে মঘাদিয়া কাজী বাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে ওয়াসিমকে শ্বাসরোধ হত্যা করা হয়। পরে আসামি সিগারেটের আগুনের ছ্যাঁকা দিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরদিন শিশুটির লাশ এলাকাটির একটি ধানখেতে বস্তাবন্দী অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় পরদিন ওয়াসিমের চাচা কাজী একরামুল হক বাদী হয়ে মিরসরাই থানায় প্রতিবেশী কাজী নাহিদ হোসেন পল্লবকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত ওয়াসিম ওই এলাকার প্রবাসী কাজী মোশাররফ হোসেন বাবলুর ছেলে। পুলিশ এ ঘটনায় জড়িত পল্লবকে গ্রেপ্তার করার পর তিনি আদালতে হত্যায় দায় স্বীকার করে জবানবন্দি দেন।
২০১৩ সালে মামলার তদন্ত কর্মকর্তা এই হত্যাকাণ্ডে পল্লব, তাঁর ভাই বিপ্লব ও তাঁদের বাবা-মাকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। মোট ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রোববার আদালত চাঞ্চল্যকর এই মামলাটির রায় দেন।
অতিরিক্ত জেলা পিপি অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন বলেন, রায়ের সময় আসামিকে কারাগার থেকে চট্টগ্রাম আদালতে আনা হয়। রায় শেষে পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পটুয়াখালীর বাউফলে দুর্নীতি প্রতিরোধ কমিটির নবগঠিত কমিটিতে আওয়ামী নেতা পরিবারের সদস্য ও বিতর্কিত ব্যক্তিদের সদস্য করে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে ফের আলোচনায় এসেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।
৩৪ মিনিট আগেএইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বরগুনায় দুই শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তাঁরা হলেন কাঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইয়াসির আরাফাত (১৭) এবং মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নূসরাত জাহান নাজনীন (১৮)।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শহীদ শামসুজ্জোহা হলেও জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, একই প্যানেলের এজিএস প্রার্থী সালমান সাব্বির এবং আধিপাত্যবিরোধী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জের মওলানা ভাসানী সেতুর রেলিংয়ে অস্বাভাবিক পরিমাণে ফাঁকা থাকায় দুর্ঘটনার আশঙ্কা করছেন সেতু দিয়ে হেঁটে চলাচলকারীরা। চলতি বছরের ২০ আগস্ট সেতুটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই সেতু দেখতে আসেন স্থানীয়সহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ।
৪ ঘণ্টা আগে