Ajker Patrika

অর্ধকোটি টাকার ইয়াবা জব্দ, মা-মেয়েসহ আটক ৩ 

ফেনী প্রতিনিধি
অর্ধকোটি টাকার ইয়াবা জব্দ, মা-মেয়েসহ আটক ৩ 

ফেনীর লালপোল এলাকায় ১২ হাজার ২৭০টা ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বুধবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের লালপোল মুহুরী ফিলিং স্টেশন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 

আটকেরা হলেন ফাতেমা বেগম (৫৫), তাঁর মেয়ে হাসিনা বেগম (৩৮) ও নুরুল আফসার (২৮)। তাঁরা কক্সবাজার জেলা সদর থানার মোস্তাক পাড়া এলাকার বাসিন্দা। 

র‍্যাব জানায়, ইয়াবা পাচারের খবরে লালপোল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১২ হাজার ২৭০টি ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। 

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক সাদেকুল ইসলাম জানান, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক দাম ৪৯ লাখ ৮ হাজার টাকা। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত