Ajker Patrika

নবজাতক রেখে হাসপাতাল ছেড়েছে মানসিক ভারসাম্যহীন নারী, দায়িত্ব নিলেন ইউএনও

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
নবজাতক রেখে হাসপাতাল ছেড়েছে মানসিক ভারসাম্যহীন নারী, দায়িত্ব নিলেন ইউএনও

ব্যস্ততম সড়কের পাশেই মানসিক ভারসাম্যহীন এক নারীর প্রসব বেদনায় চিৎকার করছিলেন। স্থানীয় দুই যুবকের সহযোগিতায় তাকে নিয়ে আসা হয় ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক হাসপাতালে। সেখানে দায়িত্বরত চিকিৎসকদের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যে ভূমিষ্ঠ হয় একটি ছেলে সন্তান। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কিছুটা সুস্থ হয়েই হাসপাতাল থেকে চলে যায় ওই নারী।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর কমিউনিটি ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক হাসপাতালে এ ঘটনাটি ঘটে।

ঘটনার পরই ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকেরা নবজাতকটিকে দত্তক দিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। এ সময় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে একটি টিমের সহযোগিতায় নবজাতকটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় তাঁর বাসভবনে।

এ ব্যাপারে আনোয়ারার ইউএনও মো. ইশতিয়াক ইমন বলেন, ‘নবজাতকটি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরিচর্যায় রয়েছে। নবজাতকটি সুস্থ রয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকেরা। মা বা তাঁর পরিবারের সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। যদি পরিবারের কাউকে না পাওয়া যায়, তাহলে আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত