Ajker Patrika

ইয়াবার মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ইয়াবার মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রামে ইয়াবার মামলায় আকতার হোসেন (২৭) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ রোববার চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নারগিস আক্তার এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইকাং ইউনিয়নে। 

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২১ সালের ২২ নভেম্বর চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন টাইগারপাস এলাকা থেকে আকতার হোসেনকে ৫১১০ পিস ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

এই ঘটনায় খুলশী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন অধিদপ্তরের তৎকালীন পরিদর্শক তপন কান্তি শর্মা। পুলিশের তদন্তের প্রেক্ষিতে ২০২২ সালে ২৭ জুলাই আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত করতে সক্ষম হওয়ায় আজ রোববার এই রায় দেন। 

আদেশে আসামির হাজতবাসকালীন থেকে সাজার মেয়াদ কার্যকর হবে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত