Ajker Patrika

আত্মীয়ের বাড়ি যাওয়া হলো না রোকসানার, প্রাণ গেল লেগুনাচাপায়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৪: ০৬
আত্মীয়ের বাড়ি যাওয়া হলো না রোকসানার, প্রাণ গেল লেগুনাচাপায়

অসুস্থ আত্মীয়কে দেখতে প্রতিবেশী মরিয়ম বেগমকে নিয়ে বাড়ি থেকে বের হন রোকসানা আক্তার ওরফে পারুল আক্তার (৩০)। রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী লেগুনাচাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ সময় গুরুতর আহত হন মরিয়ম বেগম। আজ শনিবার বেলা সোয়া ১১টায় পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত পারুল পৌর সদরের আমিরাবাদ এলাকার নুরুল আলমের মেয়ে। 

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, সকালে পৌর সদরের দক্ষিণ বাইপাস (মডার্ন হাসপাতালের সামনে) এলাকায় দুই নারী রাস্তা পারাপারের সময় ঢাকামুখী সড়কে বেপরোয়া গতিতে আসা একটি লেগুনা তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রোকসানা আক্তারের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন মরিয়ম বেগম। আহত মরিয়মকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল হাকিম আজাদ আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও লেগুনাটি আটক করে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহত নারীর মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত