Ajker Patrika

দুদক কর্মকর্তাকে বাসায় গিয়ে হত্যার হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৮: ৪১
দুদক কর্মকর্তাকে বাসায় গিয়ে হত্যার হুমকির অভিযোগ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে বাসায় গিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে খুলশী থানার ভূঁইয়া গলির বাসায় গিয়ে এই হুমকি দেওয়া হয়। হুমকি পেয়ে খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই কর্মকর্তা। 

দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন বর্তমানে পটুয়াখালীতে দায়িত্বরত আছেন। এর আগে তিনি চট্টগ্রামে দায়িত্বপালন করেন। গত ১৬ জুন তাঁকে পটুয়াখালীতে বদলি করা হয়। 

জিডিতে দুদক কর্মকর্তা উল্লেখ করেন, তিন দিনের ছুটিতে বাসায় আসেন তিনি। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে তাঁর বাসায় আসেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (কেজিডিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরী ও আরও একজন সহযোগী। আইয়ুব খান চৌধুরী দারোয়ানের উপস্থিতিতে বলেন, আমার কারণে তাঁর জীবন ধ্বংস হয়েছে। আমি নাকি তাঁর বিরুদ্ধে নিউজ করাইছি। দুদকে কীভাবে চাকরি করি দেখে নেবে। চট্টগ্রামে দায়িত্ব পালনকালে তাঁর মতো অনেকের জীবন ধ্বংস করেছি বলে জানায়।

শরীফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আইয়ুব খান চৌধুরী ফোনে আরও লোকবল আনে। আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দেয়। জীবনের নিরাপত্তা চেয়ে আমি জিডি করেছি।’ 

তবে আইয়ুব খানের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘জিডি নিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত