Ajker Patrika

বাঘাইছড়িতে অস্ত্রের মুখে ঢাবি শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় যুবক গ্রেপ্তার 

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৫৩
বাঘাইছড়িতে অস্ত্রের মুখে ঢাবি শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় যুবক গ্রেপ্তার 

রাঙামাটির বাঘাইছড়িতে সাজেকে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে দানপ্রিয় চাকমা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

আজ বৃহস্পতিবার সকালে সাজেক ইউনিয়নের দাড়িপাড়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি দাড়িপাড়া এলাকায় অনিল কুমার চাকমার ছেলে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। গতকাল বুধবার দিপিতাসহ ঢাবির লোকপ্রশাসন বিভাগের বার্ষিক ট্যুর বিভাগের ৪০ জনের একটি দল সাজেকে যাচ্ছিল। পথে তাঁদের গাড়ি আটকিয়ে বাঘাইহাট-সাজেক পর্যটন সড়কের শিজকছড়ার সার্জেন্ট কামাল চত্বর থেকে একদল সশস্ত্র দুর্বৃত্ত দিপিতাকে অপহরণ করে নিয়ে যায়। পরে যৌথ বাহিনীর অভিযানের মুখে ছেড়ে দিয়ে গেলে এদিন সন্ধ্যায় সাজেকের ছয়নালছড়া এলাকা থেকে দিপিতা চাকমাকে উদ্ধার করে পুলিশ। দিপিতা চাকমা খাগড়াছড়ি সদরের শীতেজ চাকমার মেয়ে।

সাজেক থানার সার্কেল এসপি ও রাঙামাটির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল বলেন, দানপ্রিয় আঞ্চলিক সংগঠন জেএসএসের সক্রিয় সদস্য। ভিডিও ফুটেজ দেখে তাঁকে অপহরণের সঙ্গে সরাসরি জড়িত বলে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করে পুলিশ। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আজ দুপুরে আটক দানপ্রিয়কে রাঙামাটির আদালতে পাঠায়।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত