Ajker Patrika

চট্টগ্রাম-ঢাকাগামী চলন্ত ট্রেনের ২ বগি বিচ্ছিন্ন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৭ জুন ২০২৩, ১৪: ৫৭
চট্টগ্রাম-ঢাকাগামী চলন্ত ট্রেনের ২ বগি বিচ্ছিন্ন

চট্টগ্রাম-ঢাকাগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় দুটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা করে। আজ মঙ্গলবার দিন সকাল সোয়া ১০টায় ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশন পার হওয়ার পর এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. শামীম আহমেদ। 

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সূত্র থেকে জানা যায়, চট্টগ্রাম থেকে আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। মঙ্গলবার সকালে ট্রেনের ১৩১০ ও ১৩০৫ নম্বর বগি দুটি চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায়। এ সময় পেছনের দিকের ওই বগি দুটির সংযোগস্থলের যন্ত্র ভেঙে খসে পড়ে। পরে আখাউড়া রেলওয়ে জংশনের টিএক্সআর কার্যালয়ে দায়িত্বরতরা বগি দুটি সংযোগ করলে, বেলা পৌনে ১২টার দিকে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। 

উপসহকারীর প্রকৌশলী মো. শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের দুই বগির মাঝখানের বাফার শেঙ্ক ভেঙে যায়। পরে মেরামত করা হলে বেলা পৌনে ১২টায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত