বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
‘আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, একবিন্দু মাত্র বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে, লাইসেন্সধারী!’
নির্বাচনী জনসভায় এভাবেই বক্তব্য দিয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) নৌকা প্রতীকের প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চু। গত রোববার সন্ধ্যায় দেওয়া এই বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পুঁইছড়ি প্রেমবাজার এলাকায় নির্বাচনী পথসভায় এমন বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চু। এ সময় অনেক নেতাকর্মী ও সমর্থক তাঁর কথাকে সমর্থন জানিয়ে সুর মেলান।
প্রায় ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে জাকের হোসেন চৌধুরী বাচ্চু ভোটারদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, একবিন্দু মাত্র বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে। আছে না-লাইসেন্সধারী! এরা কি উনাদের কাজ করবে, না আমি নির্দেশ দিলে আমার কাজ করবে? এনারা এত হুমকি-ধমকি দিয়ে ভয়-টয় এগুলো আপনারা করবেন না।’
ভিডিওতে আরও বলতে শোনা যায়, ‘এগুলো আপনারা জানেন, আপনারা ভালোভাবে জানেন। এই এলাকায়, এই প্রেমবাজারে একসময় ডাকাতের অভয়ারণ্য ছিল। ডাকাতি এমনভাবে করত, তারা রাতে ডাকাতি করত, দিনের বেলায় এখানে বিভিন্ন জায়গায় জুয়া খেলা দিত। এটা আওয়ামী লীগ নামধারী হয়েছিল।’
এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাচ্চু বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওতে আমি বলেছি, সরকারি পুলিশ বাহিনী থাকলে কেউ জোর করে ভোট নিতে পারবে না। আমার ভাইরাল হাওয়া ভিডিওটিকে কে বা কারা এডিট করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।’
এ বিষয়ে বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, ‘পুঁইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর একটি ভিডিও ভাইরালের বিষয় নির্বাচন অফিস থেকে আমাকে জানানো হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম আলম বলেন, ‘ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে কারণ দর্শনের চিঠি ইস্যু হচ্ছে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’
‘আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, একবিন্দু মাত্র বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে, লাইসেন্সধারী!’
নির্বাচনী জনসভায় এভাবেই বক্তব্য দিয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) নৌকা প্রতীকের প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চু। গত রোববার সন্ধ্যায় দেওয়া এই বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পুঁইছড়ি প্রেমবাজার এলাকায় নির্বাচনী পথসভায় এমন বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চু। এ সময় অনেক নেতাকর্মী ও সমর্থক তাঁর কথাকে সমর্থন জানিয়ে সুর মেলান।
প্রায় ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে জাকের হোসেন চৌধুরী বাচ্চু ভোটারদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, একবিন্দু মাত্র বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে। আছে না-লাইসেন্সধারী! এরা কি উনাদের কাজ করবে, না আমি নির্দেশ দিলে আমার কাজ করবে? এনারা এত হুমকি-ধমকি দিয়ে ভয়-টয় এগুলো আপনারা করবেন না।’
ভিডিওতে আরও বলতে শোনা যায়, ‘এগুলো আপনারা জানেন, আপনারা ভালোভাবে জানেন। এই এলাকায়, এই প্রেমবাজারে একসময় ডাকাতের অভয়ারণ্য ছিল। ডাকাতি এমনভাবে করত, তারা রাতে ডাকাতি করত, দিনের বেলায় এখানে বিভিন্ন জায়গায় জুয়া খেলা দিত। এটা আওয়ামী লীগ নামধারী হয়েছিল।’
এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাচ্চু বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওতে আমি বলেছি, সরকারি পুলিশ বাহিনী থাকলে কেউ জোর করে ভোট নিতে পারবে না। আমার ভাইরাল হাওয়া ভিডিওটিকে কে বা কারা এডিট করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।’
এ বিষয়ে বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, ‘পুঁইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর একটি ভিডিও ভাইরালের বিষয় নির্বাচন অফিস থেকে আমাকে জানানো হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম আলম বলেন, ‘ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে কারণ দর্শনের চিঠি ইস্যু হচ্ছে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’
গত রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এসে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। তিনি চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া থানার মৃত ওলিউল্লাহ আহম্মেদের মেয়ে। জ্যোতি রাজধানীর মিরপুর এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।
১ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে চাঁদা না পেয়ে ১০টি দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ জামায়াতে ইসলামীর নেতা ও বিএনপির কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা উপজেলার আহম্মেদপুর বাজারে এই ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেকুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী মারা গেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় ঘটনা ঘটে। সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
১ ঘণ্টা আগেসোমবার জামালপুর ও ময়মনসিংহে জুলাই পথযাত্রা করেন এনসিপি। আজ মঙ্গলবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে পথসভা করবে দলটি। এ জন্য সফরে থাকা দলটির নেতার গতকাল রাতেই টাঙ্গাইলে আসেন। তাঁরা পৌঁছে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে এনসিপির টাঙ্গাইলের পদযাত্রা শুরু করা হয়েছে বলে দলটির
২ ঘণ্টা আগে