Ajker Patrika

অর্থ আত্মসাতের মামলায় যুবলীগ নেতার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অর্থ আত্মসাতের মামলায় যুবলীগ নেতার কারাদণ্ড

চট্টগ্রামে অর্থ আত্মসাতের মামলায় এক যুবলীগ নেতাকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের ৬ষ্ঠ যুগ্ম মহানগর দায়রা জজ আফরুজা খাতুনের আদালত এই রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত মো. আলতাফ হোসেন (৪০) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া দুই নম্বর ওয়ার্ড জাফর হামজার বাই লেইন এলাকার মৃত শামসুল আলমের ছেলে। তিনি হাটহাজারী থানার নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী আবু হানিফ বুলবুল।

মামলার নথি থেকে জানা যায়, মামলার বাদী মোহাম্মদ পারভেজ ও আসামি আলতাফ হোসেন পূর্ব পরিচিত। পারভেজের থেকে ১০ লাখ টাকা ধার নেন মো. আলতাফ হোসেন। ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর সেই টাকার বিপরীতে ইসলামী ব্যাংক আন্দরকিল্লা শাখার ১০ লাখ টাকার একটি চেক দেন আলতাফ।

দুদিন পর ২৬ সেপ্টেম্বর চেকটি ডিজওনার হয়। পরে পাওনা টাকা চাইলে আসামি সময়ক্ষেপণ করেন। ২০১৯ সালের ৭ নভেম্বর আদালতে মামলা করেন বাদী।

মামলার বাদীপক্ষের আইনজীবী অর্ণব তালুকদার বলেন, আদালতের রায়ের সময় মো. আলতাফ হোসেন অনুপস্থিত ছিলেন। তাঁর বিরুদ্ধে সাজা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত